প্রধানমন্ত্রীর কোনো টুইটার অ্যাকাউন্ট নেই

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ফাইল ছবি: বাসস

টুইটার বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো অ্যাকাউন্ট নেই। আজ শুক্রবার বাসসকে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।

ইমরুল কায়েস বলেন, একটি টুইটার অ্যাকাউন্টকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিশিয়াল অ্যাকাউন্ট হিসেবে প্রচার করা হচ্ছে। এই তথ্য সত্যি নয়। ফেসবুক, টুইটার বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর কোনো অ্যাকাউন্ট নেই।

এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব।