নারায়ণগঞ্জে শিশু হত্যার দায়ে এক আসামির মৃত্যুদণ্ড

আদালতের রায়
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে সাত বছরের এক ছেলেকে ধর্ষণের পর হত্যার ঘটনায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা আসামির এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম নাজমুল হোসেন (৩৫)। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার গোবিন্দপুর মাঠপাড়া গ্রামের বাসিন্দা। তবে আসামি পলাতক। নাজমুল সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকার এক বাড়ির নিরাপত্তাপ্রহরী হিসেবে কাজ করতেন।

আদালতের সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রসুলবাগ এলাকার ভাড়া বাড়িতে থাকতেন ওই শিশু ও তার মা-বাবা। নাজমুল হোসেন তাঁদের পাশের নিরাপত্তাপ্রহরী ছিলেন। তিনি প্রায়ই ওই শিশুকে ডেকে ঘরের বিভিন্ন কাজকর্ম করাতেন। বিষয়টি জানতে পেরে ওই শিশুর বাবা নাজমুলকে এসব করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হন নাজমুল।

২০১৯ সালের ১৬ জানুয়ারি সকালে ওই শিশু বাড়িতে একা ছিল। সন্ধ্যায় শিশুর মা-বাবা বাড়িতে এলেও তাকে পাননি। ১৭ জানুয়ারি নিরাপত্তাপ্রহরী নাজমুল হোসেনের গুদামের ভেতর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা মামলা করেন। পরে জানা যায়, আসামি নাজমুল ওই শিশুকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করেন। তখন শিশু চিৎকার করলে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন নাজমুল।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, শিশু হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নাজমুল হোসেন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন। জামিনে গিয়ে এর পর থেকে আসামি পলাতক।