বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিইউবিটি ক্যারিয়ার গাইডেন্স অফিস ও বিডি জবসের যৌথ পরিচালনায় এ মেলার আয়োজন করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই প্রেসিডেন্ট জসীম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিডি জবস ডটকমের লিমিটেডের সিইও মো. এ কে এম ফাহিম মাশরুর, বিইউবিটি ট্রাস্টের সদস্য অধ্যাপক মো. এনায়েত হোসেন মিয়া, উপাচার্য অধ্যাপক মো. ফৈয়াজ খান, সহ–উপাচার্য অধ্যাপক মো. আলী নূর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ মাসুদ হুসেইন। অনুষ্ঠান উপস্থাপনা করেন বিইউবিটি ক্যারিয়ার গাইডেন্স অফিসের উপপরিচালক মেসবাহুল হাসান।
মেলায় দেশের ৩৬টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। বিইউবিটির চাকরিপ্রত্যাশী প্রায় তিন হাজার গ্র্যাজুয়েটের পদচারণে মুখর হয়ে ওঠে মেলা। বিইউবিটি ট্রাস্টের সদস্য ও একাডেমিক অ্যাডভাইজার অধ্যাপক মো. আবু সালেহ মেলার সমাপনী ঘোষণা করেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।