আগামীকাল রংপুরের শহীদ মিনার মাঠ প্রাঙ্গণে বেলা আড়াইটায় সংহতি সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হবে।

এক যুক্ত বিবৃতিতে দুই সমন্বয়কারী বলেছেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে গড়ে ওঠা এটি দ্বিতীয় বিভাগীয় সমাবেশ। এর আগে গত ৩১ জানুয়ারি প্ল্যাটফর্মটির উদ্যোগে চট্টগ্রামে প্রথম বিভাগীয় সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়েছে।

বিবৃতিদাতারা জানান, আগামীকালের গণমিছিল ও সংহতি সমাবেশটি উদ্বোধন করবেন প্রবীণ রাজনীতিবিদ মো. আফজাল। এতে সভাপতিত্ব করবেন অধ্যাপক মোজাহার আলী।  সমাবেশে উপস্থিত থেকে সংহতি বক্তব্য দেবেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুল রশীদ ফিরোজ, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য শাহীন রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য নজরুল ইসলাম হাক্কানী, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোবাইদা নাসরিন, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা প্রমুখ।

১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে পার্বত্য চট্টগ্রামে দুই দশকের সশস্ত্র লড়াইয়ের অবসান হয়। চুক্তিতে ৭২টি ধারা আছে। চুক্তি বাস্তবায়নকারী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছে।