বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন
জবাবদিহি নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকার পরিষদে ১৩ বৈশ্বিক সংগঠনের চিঠি
বাংলাদেশে ছাত্র-জনতার বিক্ষোভ দমনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার নিরপেক্ষ বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকার পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ১৩টি বৈশ্বিক মানবাধিকার সংগঠন। এ জন্য জরুরি ভিত্তিতে একটি ব্যবস্থা গড়ে তুলতে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
গতকাল মঙ্গলবার এক যৌথ চিঠিতে সংগঠনগুলো এ আহ্বান জানিয়েছে। পাশাপাশি পরিস্থিতির ওপর জাতিসংঘের চলমান স্বাধীন পর্যবেক্ষণ ও মানবাধিকার পরিষদকে এ ব্যাপারে অবহিত করার বিষয়টি নিশ্চিত করারও আহ্বান জানিয়েছে সংগঠনগুলো।
চিঠিতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের মাধ্যমে চালানো নজিরবিহীন দমন–পীড়নে কয়েক শ মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। বিক্ষোভকারীদের হত্যার ঘটনা জাতিসংঘের নেতৃত্বে তদন্তের অঙ্গীকার করেছেন জাতিসংঘ মানবাধিকার সংস্থার প্রধান ফলকার টুর্ক। এই বিক্ষোভে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে।
মানবাধিকার সংগঠনগুলো বলেছে, জুলাই ও আগস্টের সহিংস ঘটনা এবং এর মূল কারণগুলো জবাবদিহির আওতায় আনতে তথ্য-প্রমাণ যাচাই, সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণের জন্য এবং বিশ্বাসযোগ্য ও স্বাধীন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতার জন্য ব্যাপকভাবে স্বীকৃত একটি স্বাধীন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
চিঠিতে নবগঠিত স্বাধীন ব্যবস্থা অথবা জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের মাধ্যমে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রতিবেদন তৈরির সমন্বিত ব্যবস্থার অনুমোদন দিতে বলা হয়। এটি অন্তর্বর্তী সরকারের মেয়াদজুড়ে জাতিসংঘের মানবাধিকার পরিষদকে নিয়মিত পরিস্থিতি সম্পর্কে অবহিত করবে।
চিঠি দেওয়া ১৩ সংগঠন হলো: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অ্যান্টি–ডেথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্ক, এশিয়ান ফেডারেশন অ্যাগেইনস্ট ইনভলান্টারি ডিজঅ্যাপিয়ারেন্সেস, এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট (ফোরাম এশিয়া), ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্ট, সিভিকাস: ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন, ফর্টিফাই রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ, দ্য ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রজেক্ট, ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর ট্রানজিশনাল জাস্টিস অ্যান্ড পিস, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস, ওয়ার্ল্ড অর্গানাইজেশন অ্যাগেইনস্ট টর্চার।