মাউশির সাবেক মহাপরিচালক অধ্যাপক রেজাউল করিমের ইন্তেকাল
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক অধ্যাপক এবিএম রেজাউল করিম মারা গেছেন। আজ শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মরহুমের প্রথম জানাজা দুপুরে ইডেন মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজা গ্রিনরোড স্টাফ কোয়াটার মসজিদে বাদ জুম্মা অনুষ্ঠিত হয়। মাউশি ভবনে বিকেলে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। এরপর তাঁর মরদেহ রংপুরে নেওয়া হবে।
রংপুর সদরে উত্তম বেতারপাড়া এলাকায় নিজ বাসভবনে তাঁর জানাজা আগামীকাল শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা।