কেরানীগঞ্জে দগ্ধ আরও একজনের মৃত্যু

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
ফাইল ছবি

ঢাকার কেরানীগঞ্জে একই পরিবারের ছয়জন দগ্ধ হওয়ার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় চারজনের মৃত্যু হলো।

সর্বশেষ আজ সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পান্না বেগম (৫০)। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন বলেন, পান্না বেগমের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।

আরও পড়ুন

পান্না বেগমের লাশ কলেজের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, পান্না বেগমের মারা যাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, পান্না বেগমের স্বামীর নাম মোক্তার হোসেন। তিনি রিকশাচালক। এই দম্পতির তিন মেয়ে রয়েছে।

গত মঙ্গলবার ভোরে কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের মান্দাইল জেলেপাড়া এলাকার একটি বাড়িতে গ্যাসের চুলার ছিদ্র থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের শিশুসহ ছয়জন দগ্ধ হন।