সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৬ অক্টোবর, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।

পশ্চিমা বিশ্ব সাহস জোগাচ্ছে, অস্বীকার করার উপায় নেই: মির্জা ফখরুল ইসলাম

গণতন্ত্রের প্রতি পশ্চিমা বিশ্বের যে অঙ্গীকার, তা সাহস জোগাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা একা নই। পশ্চিমা বিশ্ব গণতন্ত্রের পক্ষে কমিটেড (অঙ্গীকারবদ্ধ)। এই অঙ্গীকার আমাদের সাহস জোগাচ্ছে। সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করছে, এটি অস্বীকার করার তো উপায় নেই।’ বিস্তারিত পড়ুন...

ইউএনওকে নামাজের কাতারে সরে দাঁড়াতে বলার পর ‘চাকরি গেল’ ইমামের

কুমিল্লা জেলার মানচিত্র

কুমিল্লার লালমাইয়ে খুতবা শেষে জুমার নামাজ শুরুর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ‘একটু সরে কাতারে (লাইনে) দাঁড়াতে’ বলাকে কেন্দ্র করে মসজিদের ইমামকে চাকরিচ্যুত করার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দুপুরে উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের ভাটরা কাচারি কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে। বিস্তারিত পড়ুন...

চট্টগ্রামে আসামির খাবারের টাকা যাচ্ছে পুলিশের পকেটে

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার
ছবি: সংগৃহীত

‘ভাই কিছুই খাইনি। অনেক ক্ষুধা লেগেছে। পারলে কিছু খাবার এনে দেন।’ কথাগুলো চট্টগ্রাম নগরের খুলশী থানার মারধরের একটি মামলার গ্রেপ্তার আসামি সৈয়দ আলাউদ্দিনের। গত ১০ সেপ্টেম্বর বেলা ৩টা ৩৮ মিনিটে চট্টগ্রাম আদালতের মহানগর হাজতখানার ভেতর থেকে পুলিশ কনস্টেবল আবদুল কাইয়ুমকে এ কথা বলেন তিনি। সেদিন বিকেল পাঁচটার দিকে অভুক্ত অবস্থায় আলাউদ্দিনকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে যায় পুলিশ। বিস্তারিত পড়ুন...

বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে আফগানিস্তানের অঘটন

৩ উইকেট নিয়েছেন মুজিব উর রেহমান
ছবি: এএফপি

টুর্নামেন্ট শুরুর ১১তম দিনে প্রথম ‘অঘটন’ দেখল বিশ্বকাপ। রোববার দিল্লিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়েছে আফগানিস্তান। বিশ্বকাপ ইতিহাসে এটি আফগানদের দ্বিতীয় জয়। প্রথমে ব্যাট করে ২৮৪ রান তুলেছিল আফগানিস্তান। রান তাড়ায় ২১৫ রানে থেমে যায় ইংল্যান্ডের ইনিংস। বিস্তারিত পড়ুন...

নিষ্ঠুর হাসির এই দীপিকাকে আগে কে দেখেছে

‘সিংহাম এগেইন’ ছবিতে দীপিকার লুক। ইনস্টাগ্রাম থেকে

চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া ‘পাঠান’ দীপিকা পাড়ুকোনকে অ্যাকশন অবতারে দেখা গেছে। এর আগে ‘ছাপাক’ সিনেমায় করেছিলেন অ্যাসিড-সন্ত্রাসের শিকার হওয়া নারীর চরিত্রে। তবে নতুন সিনেমায় তাঁর লুক দেখে চমকে গেছেন ভক্ত-অনুসারীরা। মূলত রোমান্টিক সিনেমার জন্য পরিচিত দীপিকা, তাই তাঁর এমন নৃশংস লুক ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিস্তারিত পড়ুন...