ভোটকেন্দ্রে যেতে নিষেধ করলেও তা শান্তিপূর্ণভাবে বলতে হবে: আলমগীর
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, কারও স্বাধীনভাবে ভোটে অংশ নেওয়ার যেমন অধিকার আছে, অংশ না নেওয়ারও অধিকার আছে। কোনো দল যদি ভোটে অংশ না নেয়, সেটা তাদের রাজনৈতিক ইচ্ছা, কৌশল। তারা ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিষেধও করতে পারে। তাতেও সমস্যা নেই। কিন্তু সেটা শান্তিপূর্ণভাবে বলতে হবে। তবে কোনো নাশকতা, উসকানি, বিশৃঙ্খলা করা যাবে না। এটা নির্বাচনী আইন ও বিধি অনুযায়ী অপরাধ।
আজ বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন মো. আলমগীর।
এই নির্বাচন কমিশনার বলেন, নাশকতা, উসকানি, বিশৃঙ্খলার মতো অপরাধমূলক কাজ যাতে কেউ করতে না পারেন, সে বিষয়ে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে।
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ভোটের মাঠের পরিবেশ ভালো আছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনায় নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে কোনো প্রভাব পড়বে না। ভোটারদের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা আছে। কোথাও কোনো সমস্যা নেই। পুলিশ, প্রশাসন, গোয়েন্দা সংস্থার তথ্যমতে কোথাও এমন কোনো হুমকি নেই যে নির্বাচনে সমস্যা হতে পারে।
এক প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, দু-একটা ক্ষেত্রে সহিংসতার ঘটনা ঘটছে। তবে শান্তিশৃঙ্খলার সঙ্গে তুলনা করলে তা একেবারেই নগণ্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থার লোকজন অত্যন্ত তৎপর আছেন। কেউ নাশকতার চেষ্টা করছে কি না, নাশকতা সংগঠিত করার চেষ্টা করছে কি না, সে বিষয়ে তাঁরা অত্যন্ত সজাগ। এসব ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে। দু-একটি বিচ্ছিন্ন যে ঘটনা ঘটেছে, সেগুলো নির্বাচনে কোনো প্রভাব ফেলবে বলে তাঁরা মনে করেন না। বরং তাঁদের ধারণা, নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে।