সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৪ মে, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

এনবিআর বিলুপ্ত, গঠিত হচ্ছে দুই সংস্থা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবন
ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এ–সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়েছে। সংস্থাটি ভেঙে ‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’ নামে দুটি বিভাগ সৃষ্টি করা হয়েছে। বিস্তারিত পড়ুন...

হঠাৎ ছুটিতে পাকিস্তানের হাইকমিশনার, নানান জল্পনা

পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ
ছবি: পাকিস্তান হাইকমিশনের ফেসবুক থেকে নেওয়া

হঠাৎই ছুটিতে গেলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। ১১ মে সকালে দুবাই হয়ে ইসলামাবাদ যাত্রার জন্য সৈয়দ মারুফ ঢাকা ছেড়ে গেছেন। সেদিনই পাকিস্তান হাইকমিশন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সৈয়দ মারুফের ঢাকায় অনুপস্থিতির বিষয়টি জানায়। বিস্তারিত পড়ুন...

ফেসবুকে ‘হাত বান্ধিবি’ গেয়ে ফিরেছিলেন, এবার খুনের মামলায় গ্রেপ্তার মমতাজ

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগম
ফাইল ছবি

দীর্ঘ নীরবতা ভেঙে ২০২৪ সালের ১৩ অক্টোবর রাতে নিজের ফেসবুক পেজে হঠাৎ একটি গান পোস্ট করেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে’ গানটি প্রকাশের পরই নেট-দুনিয়ায় আলোড়ন ওঠে। অনেকে ভেবেছিলেন, সংগীতে আবার সক্রিয় হচ্ছেন একসময়কার ‘ফোক কুইন’। কিন্তু কয়েক মাস না যেতেই এল ভিন্ন খবর—সোমবার (১২ মে) রাত পৌনে ১২টায় খুনের মামলায় তাঁকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বিস্তারিত পড়ুন...

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে কেন বিজেপির সমর্থকদের বুকে জ্বালা ধরেছে

বিজেপি সমর্থকদের হতাশার প্রতীকী দৃশ্য
ছবি: এএফপি

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) গত শুক্রবার নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছে, ‘যাচনা ন্যাহি, আব রণ হোগ্যা।’ এর আক্ষরিক অর্থ দাঁড়ায়, ‘অনুরোধ নয়, এবার যুদ্ধ হবে।’ এই পঙ্‌ক্তির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানবাহিনীর জাম্পস্যুট পরা একটি ছবিও যুক্ত করা হয়েছে। বিস্তারিত পড়ুন...

শক্তি দেখাতে গিয়ে ভারতের দুর্বলতা বেরিয়ে এল কি

রাফাল যুদ্ধবিমানের সামনে ভারতীয় বিমানবাহিনীর সদস্যরা, বেঙ্গালুরু, ফেব্রুয়ারি ২০২৫
ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে, যুক্তরাষ্ট্র প্রশাসনের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে সংঘাতের তীব্রতা বাড়বে। এরপর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্যুজি ওয়াইলস জরুরি ভিত্তিতে মধ্যস্থতায় এগিয়ে যান। বিস্তারিত পড়ুন...