আবার রিমান্ডে মামুন, জ্যাকব, নেওয়াজ ও হাসান

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতফাইল ছবি: প্রথম আলো

রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা শক্তি তালুকদার হত্যার মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। একই মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানের পাঁচ দিন রিমান্ড মঞ্জুর হয়েছে।

অন্যদিকে রাজধানীর বাড্ডা থানায় করা রুহান হত্যা মামলায় সাবেক বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

এ ছাড়া রমনা থানায় করা গৃহকর্মী লিজা আক্তার হত্যা মামলায় ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজের পাঁচ দিন রিমান্ড মঞ্জুর হয়েছে।

পুলিশের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বুধবার এসব আদেশ দেন।

সাবেক আইজিপি মামুন ও সাবেক ওসি হাসানকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করেছিল পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ড আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত মামুনের তিন দিন ও হাসানের পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন।

আবদুল্লাহ আল ইসলামকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করেছিল পুলিশ। আসামির পক্ষ থেকে রিমান্ডের আবেদন নাকচের আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত আবদুল্লাহ আল ইসলামের তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।

সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করেছিল পুলিশ। শুনানি নিয়ে আদালত তাঁর পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন।

নতুন মামলায় আনিসুল-সালমানসহ ১০ গ্রেপ্তার

একাধিক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহ্‌মেদ পলক, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, ৭১ টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, ৭১ টিভির সাবেক সাংবাদিক শাকিল আহমেদ ও তাঁর স্ত্রী ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।