জামিন পেলেন আইনজীবী নাহিদ সুলতানা
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গণনা নিয়ে হট্টগোল-মারামারির মামলায় নাহিদ সুলতানার জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ আজ রোববার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন নাহিদ সুলতানার আইনজীবী এহসানুল হক সমাজী।
আইনজীবী এহসানুল হক সমাজী প্রথম আলোকে বলেন, শাহবাগ থানার মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ সুলতানা উচ্চ আদালত থেকে আগাম জামিন পান। আজ তিনি বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
ভোট গণনা নিয়ে মারধরের ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে আরও ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে ৮ মার্চ বিকেলে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল এস আর সিদ্দিকী সাইফ। মামলায় তাঁকে হত্যাচেষ্টার অভিযোগ আনেন সহকারী অ্যাটর্নি জেনারেল। সেখানে আইনজীবী নাহিদ সুলতানাকে প্রধান আসামি করা হয়।