খাদিজার মুক্তি ও সাইবার নিরাপত্তা আইন বাতিলের দাবিতে স্বাক্ষর সংগ্রহ

গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার মুক্তি দাবি ও সাইবার নিরাপত্তা আইন বাতিলের দাবিতে স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন শিক্ষার্থীরা
ছবি: প্রথম আলো

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার মুক্তি দাবি ও সাইবার নিরাপত্তা আইন বাতিলের দাবিতে স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে এই কার্যক্রম শুরু হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘খাদিজার মুক্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ নামের এক ইভেন্ট থেকে এই কার্যক্রম নেওয়া হয়েছে। এতে অবিলম্বে খাদিজাতুল কুবরার মুক্তি ও সাইবার নিরাপত্তা আইন বাতিল করার দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন

কর্মসূচির সমন্বয়ক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইভান তাহসীর প্রথম আলোকে বলেন, ‘খাদিজার মুক্তির জন্য আমরা ক্যাম্পাসের নানা স্থানসহ বিভাগগুলো থেকে স্বাক্ষর সংগ্রহের উদ্যোগ নিয়েছি। সপ্তাহব্যাপী এই কার্যক্রমে আমরা চার থেকে পাঁচ হাজার শিক্ষার্থীর স্বাক্ষর সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছি। এরপর খাদিজার মুক্তি ও সাইবার নিরাপত্তা আইন বাতিলের উদ্যোগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি স্মারকলিপি দেব।’

আরও পড়ুন
আরও পড়ুন