আপিল বিভাগের দুটি চেম্বার আদালত এই প্রথম, চলল বিচারকাজ
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি চেম্বার আদালতে এত দিন বিচারকাজ চলে আসছিল। আজ রোববার থেকে দুটি চেম্বার আদালতে বিচারকাজ শুরু হয়েছে। যা সুপ্রিম কোর্টের ইতিহাসে প্রথম বলছেন আইনজীবীরা।
আজ সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মামলাসংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ২০ জুলাই (আজ রোববার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চেম্বার জজ–১ হিসেবে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে এবং চেম্বার জজ–২ হিসেবে আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবকে মনোনীত করেছেন।
আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, চেম্বার জজ–১ আদালত দেওয়ানি ও ফৌজদারি প্রকৃতির মামলা থেকে উদ্ভূত মামলাগুলো রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন বেলা সোয়া একটা থেকে শারীরিক উপস্থিতিতে যথারীতি শুনানি করবেন। চেম্বার জজ–২ আদালত হাইকোর্ট বিভাগের রিট ও আদিম অধিক্ষেত্রাধীন বিষয় থেকে উদ্ভূত মামলাগুলো প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে বিকেল চারটা পর্যন্ত শারীরিক উপস্থিতিতে যথারীতি শুনানি গ্রহণ করবেন।
দুটি চেম্বার আদালতে বিচারকাজ পরিচালনা খুবই ইতিবাচক বলে মনে করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এম বদরুদ্দোজা বাদল। তিনি প্রথম আলোকে বলেন, এত দিন একটি চেম্বার আদালতে বিচারকাজ চলে আসছিল। মামলার সংখ্যা বেড়েছে, এই সংখ্যা বিবেচনায় দ্রুত নিষ্পত্তির জন্য দুটি আদালত সহায়ক হবে। দুটি চেম্বার আদালত সুপ্রিম কোর্টের ইতিহাসে প্রথম। দুটি আদালতের অধিক্ষেত্র আলাদা করে দেওয়া হয়েছে, খুবই ভালো হয়েছে।
জ্যেষ্ঠ আইনজীবী এম বদরুদ্দোজা বাদল বলেন, ‘চেম্বার আদালত আগে সব সময় বেলা একটা থেকে দুইটায় বসতেন। অর্থাৎ হাইকোর্ট বিভাগের বিরতির সময়। আড়াইটা যে সময় দেওয়া হয়েছে, তখন হাইকোর্টের পিক আওয়ার। যেহেতু দুটি চেম্বার আদালত হয়েছে, আপিল বিভাগের সময় এগিয়ে বেলা সোয়া একটার পরিবর্তে একটা পর্যন্ত বসলে এবং চেম্বার আদালত সোয়া একটা থেকে সোয়া দুইটায় শেষ করলে আমাদের জন্য আরও ভালো হতো।’