‘থাইরয়েড গ্রন্থির নানান রোগ, প্রতিকার ও চিকিৎসা’ বইয়ের মোড়ক উন্মোচন

অধ্যাপক ডা. মো. আবদুল মান্নানের লেখা ‘থাইরয়েড গ্রন্থির নানান রোগ, প্রতিকার ও চিকিৎসা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান
ছবি: সংগৃহীত

অধ্যাপক মো. আবদুল মান্নানের লেখা ‘থাইরয়েড গ্রন্থির নানান রোগ, প্রতিকার ও চিকিৎসা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়েছে গত মঙ্গলবার। রেনাটা লিমিটেডের সহযোগিতায় রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের লেকচার গ্যালারিতে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক মো. আবদুল মান্নান।

প্রধান অতিথি ছিলেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও সংসদ সদস্য আনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি ও জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। সম্মানিত অতিথি ছিলেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের উপদেষ্টা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আশরাফ আবদুল্লাহ ইউসুফ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মো. হাবিবুজ্জামান চৌধুরী প্রমুখ।