মেগা পুরস্কার পেলেন ঢাকার রাফসান রেজা

‘প্রথম আলো প্রিমিয়াম ই-ভার্সন বান্ডেল সাবস্ক্রিপশন’ ক্যাম্পেইন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলো ও আমায়া ইন্ডাস্ট্রিজের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঢাকা, ২৪ মার্চছবি: প্রথম আলো

প্রথম আলো প্রিমিয়াম ই-ভার্সন বান্ডেল সাবস্ক্রিপশন নিয়ে মেগা পুরস্কার জিতেছেন ঢাকার রাফসান রেজা। পাঠকদের আরও সহজে ও স্বাচ্ছন্দ্যে প্রথম আলো ই-পেপার ও ই-ম্যাগাজিন পড়ার সুযোগ করে দেওয়ার জন্য ক্যাম্পেইনটি আয়োজিত হয়।

আজ রোববার ঢাকার কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক; চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান; ই-পেপারের জ্যেষ্ঠ নির্বাহী শক্তি সাহা; আমায়া ইন্ডাস্ট্রিজের বিটুবি, ওআর অ্যান্ড ই-কম লিড ইয়াসির আরাফাত; মার্কেটিং অ্যান্ড পার্টনারশিপ লিড তানভীর-উজ-জামান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর ডিজিটাল কনটেন্ট ম্যানেজার খায়রুল বাবুই।

মেগা পুরস্কার হিসেবে রাফসান রেজা পেয়েছেন ৩২ ইঞ্চি শাওমি টিভি। দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী হিসেবে সৈয়দ গিয়াস হুসাইন ও সঞ্জয় ব্যাপারী পেয়েছেন বিশেষ পুরস্কার সুদৃশ্য হেডফোন। এ ছাড়া বিজয়ী তিনজনের জন্য ছিল প্রথম আলোর পক্ষ থেকে বিশেষ গিফট হ্যাম্পার।

অনুষ্ঠানে আনিসুল হক বলেন, ‘পত্রিকা হচ্ছে লাইফস্টাইল ও বেড়ে ওঠার অংশ। প্রথম আলো ডটকম ফ্রি থাকার পরও পাঠকেরা ই-পেপার সাবস্ক্রিপশন করে পড়েন, এটা সত্যি প্রশংসনীয়। আর এ ক্যাম্পেইনের সঙ্গে স্মার্ট ব্র্যান্ড শাওমির অংশগ্রহণ আমাদের পথচলাকে আরও বেশি সুন্দর ও মূল্যবান করেছে। আয়োজনটির সঙ্গে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ।’

আমায়া ইন্ডাস্ট্রিজের বিটুবি, ওআর অ্যান্ড ই-কম লিড ইয়াসির আরাফাত বলেন, ‘প্রথম আলোর সঙ্গে এ ক্যাম্পেইনে থাকতে পেরে আমরা আনন্দিত। পাঠকের সঙ্গে সম্পৃক্ত এ রকম ভিন্নধর্মী আয়োজনে ভবিষ্যতেও আমরা প্রথম আলোর সঙ্গে যুক্ত থাকতে চাই।’

আমায়া ইন্ডাস্ট্রিজের মার্কেটিং অ্যান্ড পার্টনারশিপ লিড তানভীর-উজ-জামান বলেন, ‘দেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলোর সঙ্গে আমাদের পথচলা অনেক দিনের। এই ক্যাম্পেইনের বিজয়ীদের অভিনন্দন এবং প্রথম আলোকেও ধন্যবাদ।’

বিজয়ীদের অভিনন্দন জানিয়ে প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান বলেন, ‘ই-পেপার আমাদের কাছে সাহসের নাম। সারা বিশ্বে পত্রিকা চলে পাঠকের রেভিনিউ দিয়ে। আমরা নিয়মিতভাবে বিভিন্ন ক্যাম্পেইনের আওতায় সাবস্ক্রিপশনের মাধ্যমে ই-পেপার পড়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করছি। এবারের আয়োজনে বিজয়ীদের মতো সব পাঠকই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।’

প্রথম পুরস্কার ৩২ ইঞ্চি শাওমি টিভি পেয়ে উচ্ছ্বসিত রাফসান রেজা। তিনি বলেন, ‘প্রথম আলো থেকে যখন আমার কাছে ফোন আসে, আমি বিশ্বাস করিনি। তারপর যখন প্রথম আলো থেকে মেইল পেয়েছি, তখন বুঝতে পারি, আমি সত্যিই টিভি বিজয়ী। আর প্রথম আলো ই-পেপার সব সময় পড়া হয়। কারণ, এটি যেকোনো সময় যেকোনো জায়গা থেকে পড়া যায়। ই-পেপারের এই সাবস্ক্রিপশনের মাধ্যমে মাসিক কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা পড়ার সুযোগও আমার কাছে বাড়তি পাওয়া।’

ই-পেপার পড়ার অভিজ্ঞতা জানিয়ে বিশেষ পুরস্কারজয়ী সৈয়দ গিয়াস হুসাইন বলেন, ‘কোভিডকালে যখন হকারসহ বাইরের কারও বাসায় আসার অনুমতি ছিল না, তখন থেকেই আমি প্রথম আলো ই-পেপার পড়ি। পেশাগত কাজে আমাকে প্রত্যন্ত গ্রামে যেতে হয় এবং থাকতে হয়। সেখানে দিনের পত্রিকা আসতে দুপুর হয়ে যায়। ই-পেপার থাকলে তাজা খবর পাওয়া এবং ছাপা পত্রিকা হুবহু পাঠের অনুভূতিও নেওয়া যায়।’

উল্লেখ্য, গত ১০ থেকে ১৭ ফেব্রুয়ারি প্রথম আলো ডটকম এবং ইলেকট্রনিক ব্র্যান্ড শাওমির অথরাইজড ডিস্ট্রিবিউটর আমায়া ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ক্যাম্পেইনটি পরিচালিত হয়। এর আওতায় নির্ধারিত সময়ের মধ্যে যেসব পাঠক ৬৬৬ টাকায় ১২ মাসের বান্ডেল সাবস্ক্রিপশন (ই-পেপার, ই-কিশোর আলো, ই-বিজ্ঞানচিন্তা) নিয়েছেন, তাঁদের মধ্য থেকে দৈবচয়নের ভিত্তিতে তিনজনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়।