আইনজীবী সমিতি বেসরকারি সংগঠন, প্রধান বিচারপতির কিছু করার নেই: অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি একটি বেসরকারি সংগঠন। এখানে প্রধান বিচারপতির কিছু করার নেই। প্রধান বিচারপতি ও আপিল বিভাগের সাত বিচারপতির সঙ্গে দেখা করার পর আজ বৃহস্পতিবার বেলা সোয়া একটার দিকে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল।
এ এম আমিন উদ্দিন বলেন, ‘প্রধান বিচারপতি ডেকেছিলেন, উনার কক্ষে গিয়েছিলাম। তখন আপিল বিভাগের বিচারপতিরা বসে ছিলেন। উনারা আমাকে জানান, বিএনপি থেকে সমিতির বর্তমান সভাপতি ও সম্পাদক প্রার্থী কথা বলতে গিয়েছিলেন। প্রধান বিচারপতি বলেছেন, এটি সমিতির বিষয়, আমাদের করণীয় নেই। প্রধান বিচারপতির এখানে কিছু করার নেই। এটি আপনারা যাঁরা এ বিষয়ে বিজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবী আছেন, তাঁদের সঙ্গে আলোচনা করে সবাই মিলে পরিবেশ সুষ্ঠু রাখার চেষ্টা করেন। যেহেতু এটি প্রাইভেট সংগঠন, সমিতির বিষয়। প্রধান বিচারপতির কিছু করার নেই।’
বিচারপতিরা ডেইলি স্টারে প্রকাশিত একটি ছবির প্রসঙ্গ উল্লেখ করেছেন জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এতে দেখা যাচ্ছে, আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীর বাইরে একজন আইনজীবী বাঁশ নিয়ে দৌড়াচ্ছেন। এই পরিস্থিতি কেন হলো, জানতে চান। সকালে উনারা (বিএনপিপন্থী) ভোটারদের বাধা দিচ্ছিলেন, নির্বাচন করতে দিচ্ছিলেন না। যখন বর্তমান সভাপতি মোমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক আবদুন নূর দুলাল নির্বাচন করার জন্য গেলেন, তখন দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি হচ্ছিল। সেই পর্যায়ে সেখানে পুলিশ প্রবেশ করে। সমিতির পক্ষ থেকে আগে থেকেই চিঠি দিয়ে পুলিশকে জানানো হয়েছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা বিষয়ে। প্রতিবছরই নির্বাচনের সময় চিঠি দেওয়া হয় এবং পুলিশ থাকে।’
আমিন উদ্দিন বলেন, ‘এবার যেহেতু আগের দিন রাতের বেলায় মাহবুব উদ্দিন খোকন ও অন্যরা ব্যালট পেপার নিয়ে ছিঁড়ে ফেলে দেওয়ার কারণে সমিতির বর্তমান সভাপতি ও সম্পাদক পুলিশের কাছে চিঠি দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে বিপুলসংখ্যক পুলিশ এসেছিল, তা বলেছি।’