বিমানের ১৭ কর্মকর্তাকে তিন সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

হাইকোর্ট
ফাইল ছবি

মিসরের ইজিপ্ট এয়ার থেকে দুটি উড়োজাহাজ লিজ নেওয়ার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে করা মামলায় বাংলাদেশ বিমানের ১৭ কর্মকর্তাকে ৩ সপ্তাহের মধ্যে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ওই মামলায় আগাম জামিন চেয়ে তাঁদের করা পৃথক আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

১ হাজার ১৬১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ বিমানের ২৩ কর্মকর্তার বিরুদ্ধে ৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) ওই মামলা করে। এই মামলায় আজ ১৭ কর্মকর্তা আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন জানান।

আদালতে তাঁদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ আর এম হাসানুজ্জামান ও আবদুল মতিন। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান ও আইনজীবী আসিফ হাসান।  

পরে জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্ট ১৭ কর্মকর্তাকে আগাম জামিন দেননি। অপরাধের গুরুত্ব বিবেচনা করে তাঁদের তিন সপ্তাহের মধ্যে ঢাকার মেট্রোলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।’

আইনজীবীদের তথ্যমতে, ১৭ কর্মকর্তার মধ্যে প্রধান প্রকৌশলী (কাস্টমার সার্ভিস) শরীফ রুহুল কুদ্দুস, উপমহাব্যবস্থাপক জিয়া আহমেদ, উপব্যবস্থাপক আজাদ রহমান, বিমানের সাবেক ব্যবস্থাপক আবদুল কাদির, সাবেক প্রকৌশলী মো. জাহিদ হোসেন, সহকারী ব্যবস্থাপক (পরিকল্পনা) ফজলুল হক বসুনিয়া, ব্যবস্থাপক আতাউর রহমান, সাবেক প্রধান প্রকৌশলী গাজী মাহমুদ ইকবাল ও সাবেক উপপ্রধান প্রকৌশলী মো. শাহজাহান রয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা অসৎ উদ্দেশ্যে ইজিপ্ট এয়ার থেকে দুটি উড়োজাহাজ লিজ গ্রহণ করেন। একই সঙ্গে রি-ডেলিভারি পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের সর্বমোট ১ হাজার ১৬১ কোটি টাকার ক্ষতি সাধন করে অর্থ আত্মসাৎ করেছেন।

মামলার আসামিরা হলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট অপারেশনসের সাবেক পরিচালক ক্যাপ্টেন ইশরাত আহমেদ (৬২), উপপ্রধান প্রকৌশলী শফিকুল আলম সিদ্দিক (৬৩), মহাব্যবস্থাপক (মুদ্রণ ও প্রকাশনা) আবদুর রহমান ফারুকী (৫৫), সাবেক প্রধান প্রকৌশলী শহীদ উদ্দিন মোহাম্মদ হানিফ (৫৫), সাবেক প্রধান প্রকৌশলী দেবেশ চৌধুরী (৬৩), পরামর্শক গোলাম সারওয়ার (৭৩), বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা সাদেকুল ইসলাম ভূঞা (৫১), বিমান বাংলাদেশের উপব্যবস্থাপক কামাল উদ্দিন আহমেদ (৫২), বিমান বাংলাদেশের প্রধান প্রকৌশলী এ আর এম কায়সার জামান (৫৬), প্রধান প্রকৌশলী (কাস্টমার সার্ভিস) শরীফ রুহুল কুদ্দুস (৫৩), সাবেক ক্যাপ্টেন নজরুল ইসলাম শামিম(৬৫), উপমহাব্যবস্থাপক জিয়া আহমেদ (৪৯), বিমানের সাবেক চিফ পার্সার কাজী মোসাদ্দেক আলী (৬৫), বিমানের  ফ্লাইট পার্সার শহিদুল্লাহ কায়সার ডিউক (৫০), উপব্যবস্থাপক আজাদ রহমান (৫৭), বিমানের সাবেক ব্যবস্থাপক আবদুল কাদির (৫৭), সাবেক উপপ্রধান প্রকৌশলী মো. শাহজাহান (৬৩), সাবেক প্রকৌশলী মো. জাহিদ হোসেন (৫৭), সহকারী ব্যবস্থাপক (পরিকল্পনা) ফজলুল হক বসুনিয়া (৫৭), ব্যবস্থাপক আতাউর রহমান (৫১), সাবেক চিফ পার্সার মোহাম্মদ সাজ্জাদ উল হক (৬৫),  ফ্লাইট পার্সার শাহনাজ বেগম ঝর্ণা (৫০) এবং সাবেক প্রধান প্রকৌশলী গাজী মাহমুদ ইকবাল (৫৯)।