এস আলম গ্রুপের সাইফুল আলম, পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু

ঢাকার মহানগর দায়রা জজ আদালতফাইল ছবি

এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের (বর্তমানে আভিভা ফাইন্যান্স লিমিটেড) সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

আসামিদের বিরুদ্ধে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে ৩২ কোটি ৫০ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ রয়েছে। মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার দুপুরে শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত–৯–এর বিচারক মো. আবদুস সালাম এ আদেশ দেন। আগামী ৮ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে।

মামলার অপর আসামিরা হলেন এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ, পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ হাসান ও শাহানা ফেরদৌস। এ ছাড়া রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ইভিপি রাশেদুল হক, সাবেক ম্যানেজার নাহিদা রুনাই, সাবেক এসভিপি কাজী আহমেদ জামাল ও সাবেক ডেপুটি ম্যানেজার জুমারাতুল বান্না। আসামির তালিকায় আছেন মাররিন ভেজিটেবল অয়েলসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ, পরিচালক টিপু সুলতান, মো. ইসহাক, মো. আবদুল্লাহ আল মামুন। তাঁদের মধ্যে নাহিদা রুনাই ও রাশেদুল হক কারাগারে, বাকিরা পলাতক।

দুদকের পক্ষে আইনজীবী মোহাম্মদ হাফিজুর রহমান জানান, শুনানিকালে দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। অন্যান্য আসামি পলাতক। দুই আসামির পক্ষে আইনজীবীরা অব্যাহতি চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত তাঁদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে চার্জগঠনের আদেশ দেন। পলাতক আসামিরা চার্জগঠন শুনানিতে অংশ নিতে পারেননি।

চার্জগঠনের সময় আসামি নাহিদা রুনাই ও রাশেদুল হক নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেন।

এর আগে ১১ জানুয়ারি মামলার চার্জশিট গ্রহণ করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৯–এ পাঠানো হয়।

অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ২০১৩ সালের ১২ আগস্ট মেসার্স মোস্তফা অ্যান্ড কোং নামসর্বস্ব প্রতিষ্ঠানের বিপরীতে ৩২ কোটি ৫০ লাখ টাকার একটি মেয়াদি ঋণ অনুমোদন করেন। ২০১৩ সালের ৯ অক্টোবর ওই ঋণ বিতরণ করা হলে তা অন্যত্র স্থানান্তর করা হয়। এ মামলায় ১৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।

মামলাটি তদন্ত করে গত বছরের ১৬ অক্টোবর দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।