মেট্রোরেলের ১৬টি স্টেশনের ইস্পাত কাঠামোর একমাত্র কোটিং পার্টনার কানসাই নেরোল্যাক পেইন্টস

মেট্রোরেল প্রকল্পের কাঠামোগুলোতে হাই পারফরম্যান্স কোটিং পার্টনার হিসেবে জাপানের কানসাই নেরোল্যাক পেইন্টসের রং ব্যবহার করা হয়েছে
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় চালু হওয়া মেট্রোরেল প্রকল্পের কাঠামোগুলোতে হাই পারফরম্যান্স কোটিং পার্টনার হিসেবে জাপানের কানসাই নেরোল্যাক পেইন্টসের রং ব্যবহার করা হয়েছে। প্রকল্পে রঙের গুণগত মান বজায় রাখতে সার্বক্ষণিক পর্যবেক্ষণে নিয়োজিত ছিল নেরোল্যাক পেইন্টসের টেকনিক্যাল টিম। এ ছাড়া মেট্রোরেলের বিভিন্ন স্টেশনেও তাদের ডেকোরেটিভ কোটিং ব্যবহার করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কানসাই নেরোল্যাক পেইন্টসের হাই পারফরম্যান্স কোটিং জাপানি প্রযুক্তিতে তৈরি। ২০১৮ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু হয় নেরোল্যাক পেইন্টসের। মেট্রোরেল কর্তৃপক্ষ গুণগত মান যাচাই করে প্রকল্পটির জন্য শুধু নেরোল্যাককে মনোনীত করে। এই মনোনয়ন কমিটিতে ছিলেন প্রয়াত অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।

মেট্রোরেলের পাশাপাশি কানসাই নেরোল্যাক পেইন্টস পদ্মা রেল সংযোগ সেতু ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো দেশের বিভিন্ন মেগা প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে। নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পের স্থাপনায় ৩২ লাখ বর্গফুট স্টিলের কাঠামোতেও ব্যবহার করা হয়েছে তাদের রং।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা বিশাল মোথরেজা বলেন, ‘বাংলাদেশের এসব মেগা প্রকল্পের অংশীদার হিসেবে থাকতে পেরে আমরা গর্বিত। সামনের দিনগুলোতেও এ ধরনের প্রকল্পের সঙ্গে যুক্ত থাকতে আমরা বদ্ধপরিকর।’  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০৪ বছর ধরে এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার ৮০টি দেশে কানসাই পেইন্টস তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আছে। এটি এখন বিশ্বের সপ্তম বৃহত্তম রং প্রস্তুতকারক প্রতিষ্ঠান। বাংলাদেশও জনপ্রিয়তা অর্জন করেছে ব্র্যান্ডটি।