বাঙালির মানস গঠনে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিল্প ও সাহিত্যের যেকোনো শাখায় তাঁর সৃষ্টির মূল লক্ষ্য ছিল রাজনীতি, অর্থনীতি তথা পুরো সমাজের আমূল পরিবর্তন। সারাজীবনই নতুনের জয়গান গেয়েছেন কবিগুরু। নানা সংকট, আনন্দ-বেদনায়, আশা-নিরাশায় বারবারই মানুষ রবীন্দ্রনাথের শরণ নিয়েছে। রবীন্দ্র জন্মজয়ন্তীতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত সভায় আলোচকদের বক্তব্যে এসব কথা উঠে আসে।
সোমবার সন্ধ্যায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান। আলোচনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি প্রবীর সরদার ও জামসেদ আনোয়ার তপন, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, কোষাধ্যক্ষ বিমল মজুমদার, সম্পাদকমণ্ডলীর সদস্য বিজন রায় ও আরিফ নূর। অনুষ্ঠান সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক ইকবালুল হক খান।
দলীয়ভাবে ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর’ গানটি পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। পরিবেশন করা হয় একক সংগীত ও আবৃত্তি।