সংসদ সদস্য আনোয়ারুল হত্যা তদন্তে নেপালে ডিবির দল

সংসদ সদস্য আনোয়ারুল আজীমফাইল ছবি

সংসদ সদস্য আনোয়ারুল আজীম খুনের ঘটনা তদন্তে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল আজ শনিবার সকালে নেপালের উদ্দেশে ঢাকা ছেড়েছে।

চার সদস্যের এই দলের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। এই দলে ডিবির আরও তিন কর্মকর্তা রয়েছেন।

আরও পড়ুন

সকালে নেপালের উদ্দেশে রওনা হওয়ার আগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডিবি কর্মকর্তা হারুন অর রশীদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আনোয়ারুল আজীম হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীনের সহযোগী সিয়াম নেপালে আটক হয়েছেন। এই খুনের সঙ্গে জড়িত অন্যান্য আসামিও নেপালে যেতে পারেন। সেসব বিষয়ে খোঁজ নিতে তদন্তের কাজেই নেপাল যাচ্ছেন তাঁরা। এর আগে গত ২৬ মে খুনের ঘটনা তদন্তে ঢাকা থেকে কলকাতায় যায় ডিবির তদন্ত দল।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম গত ১২ মে দর্শনা সীমান্ত হয়ে কলকাতায় যান।

পরদিন কলকাতার নিউ টাউনের সঞ্জিভা গার্ডেনসের একটি ফ্ল্যাটে তিনি খুন হন। ২২ মে তাঁর খুন হওয়ার বিষয়টি নিশ্চিত করে দুই দেশের পুলিশ। এ ঘটনার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান ওরফে শাহীন যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি খুনের পর নেপালের কাঠমান্ডু হয়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান বলে পুলিশ বলছে। আরেক অভিযুক্ত সিয়াম নেপালে আটক হয়েছেন।

আরও পড়ুন