শুভ সন্ধ্যা। আজ বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কর্মদিবস। চার ধরনের পেনশন স্কিম চালু হয়েছে আজ। সরকারি চাকরিজীবী ছাড়া ১৮ বছরের বেশি বয়সী যে কেউ চাঁদা দিয়ে পেনশন–ব্যবস্থার আওতায় আসতে পারবেন। এ নিয়ে আজ একাধিক সংবাদ আছে। আর প্রতিটি সংবাদে পাঠকের আগ্রহ ছিল লক্ষ করার মতো। বিটিআই নামের একটি ব্যাকটেরিয়া এডিস মশার লার্ভা নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঢাকা উত্তর সিটি এটি আমদানি করেছে। তবে সিঙ্গাপুরের কথা বলে ব্যাকটেরিয়াটি আমদানি করা হয়েছে চীন থেকে। এ–সংক্রান্ত প্রতিবেদনটি ব্যাপক পঠিত হয়েছে। এর পাশাপাশি আজ আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।
এ বিশাল জনগোষ্ঠীকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তাকাঠামোর আওতায় আনতে এবং নিম্ন আয় ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত সমাজের ৮৫ শতাংশ মানুষকে সুরক্ষা দেওয়ার সুযোগ তৈরি করতে দেশে প্রথমবারের মতো সর্বজনীন পেনশন–ব্যবস্থা (স্কিম) চালু করছে সরকার। বিস্তারিত দেখুন...
সিঙ্গাপুরের কথা বলে ব্যাকটেরিয়াটি আমদানি করা হয়েছে চীন থেকে। দরপত্রের শর্ত অনুযায়ী বিটিআই ব্যাকটেরিয়াটি চীন থেকে আমদানির কোনো সুযোগ ছিল না। বিস্তারিত পড়ুন...
গত জুনে কাখোভকা বাঁধ নির্মাণের মধ্য দিয়ে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় কৃষিজমি মরুতে রূপান্তরের চেষ্টা করছে রাশিয়া। অন্যদিকে জাতিসংঘের মধ্যস্থতায় কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানিতে বাধা না দিতে ‘ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ (বিএসজিআই)’ চুক্তিতে সই করেছিল রাশিয়া। বিস্তারিত পড়ুন...
রিভেলিনো তখন সৌদি আরবের ক্লাব আল হিলালে। স্ত্রী মায়শা ও বন্ধুদের নিয়ে একদিন রাতের খাবার খাচ্ছিলেন। এমন সময় এক আরব এসে পরিচয় দেন, তিনি প্রিন্স খালেদের দূত। রিভেলিনোকে আরব লোকটি বলেন, আল হিলালের মালিক (প্রিন্স খালেদ) প্রচুর টাকার বিনিময়ে তাঁর স্ত্রীর সঙ্গে একটি অন্তরঙ্গ রাত কাটাতে চান। বিস্তারিত পড়ুন...
ছেলের প্রথম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে না যাওয়ার ব্যাপারে জানতে চাইলে প্রথম আলোকে বলেন, ‘কেন যাইনি, কী কারণে যাইনি, সেটি আমিই জানি, বাইরের অন্য কেউ বুঝবে না। তাই সেটি নিয়ে কথা বলে লাভ হবে না। বিস্তারিত পড়ুন...