সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৩০ নভেম্বর, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

জাতীয় পার্টির মনোনয়ন বিরোধের নেপথ্যে

রওশন এরশাদ এবং জি এম কাদের
ফাইল ছবি

মনোনয়ন নিয়ে এখনো জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের ও প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের মধ্যকার বিরোধ মেটেনি। গতকালও রওশন ও তাঁর ছেলে সাদ এরশাদ দলীয় মনোনয়ন ফরম নেননি। রওশন তাঁর ছেলেসহ কয়েকজন অনুসারীর জন্য সুনির্দিষ্ট কিছু আসনে মনোনয়ন চান। তাতে সম্মত নন জি এম কাদের। এ নিয়ে দুই পক্ষই অনড় অবস্থান নিয়েছে। বিস্তারিত পড়ুন...

সজীব ওয়াজেদ জয়ের পদত্যাগপত্র গৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য এবং যোগাযোগপ্রযুক্তি–বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়
ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রহণ করেছেন বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ এম এম ইমরুল কায়েস। বিস্তারিত পড়ুন...

প্রথমবার নির্বাচনী এলাকা মাগুরায় গিয়েই আচরণবিধি লঙ্ঘন করলেন সাকিব আল হাসান

মাগুরায় সাকিব আল হাসানকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে
ছবি: প্রথম আলো

মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার পর বুধবার প্রথমবার নির্বাচনী এলাকায় আসেন সাকিব আল হাসান। মাগুরায় পৌঁছে তিনি একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছেন। তবে সাকিব দুপুরে জেলার দলীয় কার্যালয়ে সবাইকে নির্বাচন আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। বিস্তারিত পড়ুন...

খুশির সঙ্গে বলতে চাই যে বাইডেনের দিন শেষ!

তেলআবিব বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

একজন প্রেসিডেন্ট কতটা ভিতু হতে পারেন, তার স্মারক হয়ে থাকবে আলিঙ্গনটি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অক্টোবরের মাঝামাঝিতে তেল আবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলিঙ্গন করেন। বোঝাতে চান, যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে আছে, এ শুধু কথার কথা নয়। যুক্তরাষ্ট্র সত্যি সত্যিই ইসরায়েলের সঙ্গে আছে। বিস্তারিত পড়ুন...

নিষিদ্ধ পেশার শ্রমিকেরা উদ্ধার করলেন সুড়ঙ্গের শ্রমিকদের

ভারতীয় আদালতের রায়ে যে ব্যবস্থা নিষিদ্ধ, সেই ‘র‌্যাট হোল মাইনিং’ বা ইঁদুরের মতো গর্ত খুঁড়ে ভূগর্ভস্থ কয়লা সংগ্রহের পেশায় থাকা শ্রমিকেরাই মুশকিল আসান হয়ে উদ্ধার করলেন উত্তর কাশীতে সুড়ঙ্গে আটকে থাকা ৪১ শ্রমিককে। পরিহাসের বিষয় এটাই, সেটা হলো পুরোপুরি সরকারি আনুকূল্য ও সহায়তায়। বিস্তারিত পড়ুন...