ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান
ফাইল ছবি

করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। গত শনিবার তাঁর করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। তিনি নিজ বাসভবনে আইসোলেশনে আছেন।

করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিজেই প্রথম আলোকে জানিয়েছেন উপাচার্য। তবে শরীরে করোনাজনিত কোনো জটিলতা নেই বলে জানিয়েছেন তিনি।

উপাচার্য মো. আখতারুজ্জামান মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘আমার বঙ্গভবনে যাওয়ার কথা ছিল। সেই উদ্দেশ্যে শনিবার (৩ সেপ্টেম্বর) করোনার নমুনা পরীক্ষা করতে দিলে পজিটিভ আসে। এরপর চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্যবিধি মেনে চার দিনের জন্য নিজ বাসভবনেই আইসোলেশনে আছি। শরীরে করোনাজনিত কোনো জটিলতা নেই। আশা করছি, বুধবার পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারব।’

সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন অধ্যাপক মো. আখতারুজ্জামান। ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে আছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক। করোনাভাইরাসের দুই ডোজ টিকা ও বুস্টার ডোজ নেওয়া আখতারুজ্জামান প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হলেন।