বোস্টন ম্যারাথনে সফল আয়রনম্যান আরাফাত
বিশ্বের প্রাচীনতম ম্যারাথনে অংশ নিয়ে সফল হয়েছেন বাংলাদেশের আয়রনম্যান মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত। যুক্তরাষ্ট্রের বোস্টনে গতকাল সোমবার স্থানীয় সময় সকালে ১২৯তম বোস্টন ম্যারাথন অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতায় ১২৮টি দেশের ৩২ হাজার অ্যাথলেট অংশ নিয়েছেন। এর মধ্যে ২৮ হাজার ৩৮৯ জন সফলভাবে ম্যারাথন শেষ করেন। এর আয়োজক বোস্টন অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন।
বোস্টন ম্যারাথনে অংশ নিয়ে আরাফাত ৪২.২ কিলোমিটার দূরত্ব দৌড়ে পাড়ি দিতে সময় নিয়েছেন ৩ ঘণ্টা ১৫ মিনিট ৪৪ সেকেন্ড। মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত আজ মঙ্গলবার হোয়াসঅ্যাপে প্রথম আলোকে বলেন, ‘এই ম্যারাথনে দৌড়ানো আমার কাছে স্বপ্নের মতো ছিল। দৌড়ের সময়টা খুব ভালো ছিল। ২০২৩ সালের বার্লিন ম্যারাথনের ফলাফল দেখে আমাকে বোস্টন ম্যারাথনে অংশ নেওয়ার সুযোগ দেয়।’
কেনিয়ার জন করির ২ ঘণ্টা ০৪ মিনিট ৪৫ সেকেন্ড সময় নিয়ে বোস্টন ম্যারাথনে প্রথম স্থান অর্জন করেছেন। দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছেন যথাক্রমে তানজানিয়ার এ এফ সিমবু (২ ঘণ্টা ৫ মিনিট ৪ সেকেন্ড) ও কেনিয়ার সি কটুট (২ ঘণ্টা ৫ মিনিট ৫ সেকেন্ড)। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন কেনিয়ার এস লকেডি (২ ঘণ্টা ১৭ মিনিট ২২ সেকেন্ড)। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে কেনিয়ার হেলেন অবিরি (২ ঘণ্টা ১৭ মিনিট ৪১ সেকেন্ড) ও ইথিওপিয়ার ইয়েলেমজার্ফ (২ ঘণ্টা ১৮ মিনিট ৬ সেকেন্ড)।
পেশাগত জীবনে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত পূর্ণ দূরত্বের নয়টি ও অর্ধদূরত্বের সাতটি আয়রনম্যান ৭০.৩ সম্পন্ন করেছেন। এর মধ্যে বিশ্ব চ্যাম্পিয়নশিপ আছে পাঁচটি। বঙ্গোপসাগরে বাংলা চ্যানেল সাঁতারে সফল হয়েছেন ১০ বার। তিনি জার্মানির বার্লিন ম্যারাথনে অংশগ্রহন করেন। নেপালে হিমালয় পর্বতমালায় এক্সট্রিম ট্রায়াথলন ও ভুটানে হিমালয় পর্বতমালায় অনুষ্ঠিত স্নোম্যান রেস সম্পন্ন করেছেন আরাফাত। তিনি দৌড়ে টেকনাফ থেকে তেতুঁলিয়া পাড়ি দিয়েছেন।
মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত জানান, তিনি আগামী জুলাই মাসে জার্মানিতে রথ চ্যালেঞ্জে অংশ নেবেন এবং সেপ্টেম্বরে ফ্রান্সে অনুষ্ঠেয় আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন। এ ছাড়া চলতি বছর তিনি আয়রনম্যান মালয়েশিয়ায় অংশ নেবেন।
বোস্টন ম্যারাথনে আরাফাতের পৃষ্ঠপোষক ছিল এমজিআই এবং ক্লিয়ারম্যান বাংলাদেশ।