ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগ থেকে অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদকে সরিয়ে দেওয়ার পর তাঁর জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে শাহ্ আলম মো. আখতারুল ইসলামকে।

আজ সোমবার সন্ধ্যায় ডিএমপি নিউজে এ খবর জানানো হয়। উল্লেখ্য, ঢাকা মহানগর পুলিশ ডিএমপি নিউজ পরিচালনা করে।

ছাত্রলীগের তিন নেতাকে গত শনিবার থানায় নিয়ে মারধর করার ঘটনায় এডিসি হারুন অর রশিদকে আজ সাময়িক বরখাস্ত করা হয়। এর আগে তাঁকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছিল বলে জানিয়েছিল পুলিশ।

ডিএমপি নিউজ জানায়, ডিএমপি সদর দপ্তরের এক আদেশে ডিবি-মতিঝিল বিভাগের খিলগাঁও অঞ্চল দলের অতিরিক্ত উপপুলিশ কমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলামকে রমনা বিভাগের এডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সই করা এক কার্যালয় আদেশে এ পদায়ন করা হয়।