অটোরিকশা চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু কাউছার (৩০) নামের এক চালকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, প্রবাসফেরত আবু কাউছারের বাড়ি উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামে। তিন মাস আগে একটি ব্যাটারিচালিত অটোরিকশা কেনেন তিনি। বড়ধুশিয়া-নাগাইশ-শশীদল সড়কে প্রতিদিন যাত্রীদের নিয়ে চলাচল করতেন।

প্রতিদিনের মতো গতকাল শুক্রবার সকালে অটোরিকশা নিয়ে বের হন তিনি। বৈরী আবহাওয়ার মধ্যে দিনব্যাপী বৃষ্টিতে গাড়ি চালিয়ে ভেজা শরীরে বিকেল পাঁচটায় বাড়ি ফিরে আসেন। পাশের ঘরে অটোরিকশাটি বৈদ্যুতিক লাইনে চার্জ দিতে গেলে বিদ্যুতের তারে হাত লেগে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। কিছুক্ষণ পর পাশের বাড়ির লোক তাঁকে এ অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করলে লোকজন দৌড়ে এসে বিদ্যুতের লাইন বন্ধ করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মো. শাহজাহান কবির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।