অনলাইন সাংবাদিকতা যেন টি-টোয়েন্টির ব্যাটিং

অনলাইন সাংবাদিকতা অনেকটা টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাটিংয়ের মতো। শুরুতেই আপনাকে খেলার সুরটা ধরতে হবে। সেটা পারলেন না মানে আপনি পিছিয়ে গেলেন। প্রথম ওভারেই না হোক, অন্ততপক্ষে ‘পাওয়ারপ্লে’তে ভালো রান চাই।

‘প্রথম ওভার’ বলতে বললাম ব্রেকিং নিউজের কথা। আর ‘পাওয়ারপ্লে’ এখানে সেটার ফলোআপ বা বিশ্লেষণ। অনলাইনে সংবাদ প্রকাশের ক্ষেত্রে প্রথম আলো যা মেনে চলে তা হলো ‘সবার আগে সঠিক সংবাদ’। ‘সবার আগে’ এবং ‘সঠিক’—দুটো ব্যাপারই কিন্তু এখানে বিশেষ গুরুত্বপূর্ণ।

আপনি সবার আগে একটা ‘ব্রেকিং নিউজ’ ছেড়ে দিলেন। সেটা বিদ্যুৎ গতিতে সর্বত্র ছড়িয়ে পড়ল। কিন্তু পরে দেখা গেল খবরটা ভুল বা সর্বাংশে সঠিক নয়, এ ধরনের সংবাদ শুধু পাঠককে বিভ্রান্তই করে না, অনেক সময় বড় বিপদের কারণও হতে পারে। প্রথম আলোর মতো পাঠকপ্রিয় ও বহুল প্রদর্শিত নিউজ ওয়েবসাইটের জন্য এ ধরনের ভুল খবর প্রকাশ আরও বেশি ভয়ংকর। কারণ, যে সাইট যত বেশি মানুষ দেখে বা পড়েন, সে সাইটের ভুল নিউজও তত বেশি মানুষকে বিভ্রান্ত করে। ভুলটা তত দ্রুত ছড়ায়।

‘সবার আগে’ সংবাদ প্রকাশেরও আগে তাই সংবাদের সত্যতা ও বস্তুনিষ্ঠতা যাচাই প্রথম আলোর জন্য বিশেষভাবে জরুরি। অনলাইন সাংবাদিকতার সেটাই ‘পাওয়ারপ্লে’। আপনি ব্রেকিং নিউজ দিয়ে অনলাইন জগতে কোনো সংবাদপ্রবাহের শুরুটা ধরতে পারুন আর না-ই পারুন, ‘পাওয়ারপ্লে’তে আপনি দেখাবেন আপনার সাংবাদিকতা, বিশ্লেষণ ও লেখার শক্তি। পুরোপুরি নিশ্চিত না হয়ে প্রথম আলো ব্রেকিং নিউজের পেছনে ছোটে না। তবে ‘পাওয়ারপ্লে’ শক্তিটা দেখাতে পারে বলেই প্রথম আলো পাঠকের আস্থার জায়গা।

প্রথম আলোর অন্যান্য বিভাগের মতো খেলা বিভাগও এই নীতি ভালোভাবে মেনে চলার চেষ্টা করে এবং সেটা করেই আমাদের খবর দেশ-বিদেশের বাংলাভাষী পাঠকদের কাছে বিপুল জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য। অনেক সময় কিছু খবর প্রথম আলোর আগে পাঠক অন্যত্র পেয়ে গেলেও বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য তাঁরা অপেক্ষায় থাকেন প্রথম আলো কখন খবরটি দেবে।

এমন নয় যে অন্য সাইটগুলো সব সময় সঠিক খবর দিচ্ছে না বা আগে দিচ্ছে না। আমি বলছি, পাঠকের আস্থার জায়গাটার কথা, যেটা প্রথম আলো তার কাজ দিয়েই অর্জন করেছে। প্রথম আলোর প্রতি পাঠকদের এই আস্থার কথা বিভিন্ন জরিপ এবং গবেষণার মাধ্যমেই আমরা জেনেছি। খেলার খবর নিয়ে একটি উদাহরণও দেওয়া যেতে পারে। এ বছরই প্রথম আলোর খেলার এক দিনের সর্বোচ্চ পেজভিউ উঠেছে প্রায় ১৮ লাখ। তার মানে ওই দিন ১৮ লাখবার পাঠক প্রথম আলোর খেলা বিভাগে ঢুকেছেন, আমাদের পরিবেশিত খবর পড়েছেন।

প্রথম আলোর খেলার খবরের প্রতি পাঠকদের এই আস্থা দিন দিন বেড়েই চলেছে। খেলার পাঠক, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মানুষ—সবারই আস্থার জায়গা হয়ে উঠেছে প্রথম আলো। এমনকি আমাদের প্রতিবেদন যাঁদের বিপক্ষে যায়, তাঁরাও সঠিক খবরের জন্য প্রথম আলোর ওপরই আস্থা রাখেন।

গত এক বছরে খেলা বিভাগের করা স্থানীয় এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের অনেক খবর-ফিচারই পাঠকদের মধ্যে সাড়া ফেলেছে, তাঁদের চিন্তার খোরাক জুগিয়েছে। বিশেষ কিছু লেখা বা খবরের শিরোনামের কথা যদি বলেন, তাহলে সবার আগে আসে ‘রাত ২টায় নতুন প্রস্তাব নিয়ে মেসির দরজায় বার্সেলোনা’। শুধু এই খবরই পড়েছেন ৪ লাখ ৩৫ হাজারের বেশি পাঠক।

প্রথম আলোর আর যেসব খবর পাঠকমহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, সেগুলোর মধ্যে আছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে সাকিব আল হাসানের লাথিকাণ্ড নিয়ে ‘সাকিবের লাথি যেন ঘরোয়া ক্রিকেটকেই’, সাকিবের ক্ষমা চাওয়ার খবর, বাংলাদেশের ক্রিকেটের সমস্যা নিয়ে ‘বলছি মঙ্গল গ্রহের ক্রিকেটের কথা’, নারী ক্রিকেটার সানজিদার ব্যতিক্রমধর্মী গায়েহলুদ নিয়ে ‘গায়েহলুদেও সানজিদার হাতে ব্যাট’—এ রকম আরও অনেক কিছুই।

মেসির বার্সেলোনা ছেড়ে যাওয়ার ঘটনার প্রতিমুহূর্তের খবর নিয়ে লাইভ করেছে প্রথম আলো। আন্তর্জাতিক ক্লাব ফুটবলে চাঞ্চল্য সৃষ্টি করা এই ঘটনা নিয়ে আমাদের বিশ্লেষণমূলক লেখাগুলো পাঠক–সমাদৃত হয়েছে। দিন-রাত কাজ করে ইউরো-কোপা আমেরিকার সব টাটকা খবর আমরা দিয়েছি। ‘রোনালদোর এক কাণ্ডে ৩৩ হাজার কোটি খোয়ালো কোকাকোলা’ শিরোনামের খবরটি পড়েছেন ৩ লাখ ৩০ হাজারের বেশি পাঠক।

বাংলাদেশ ক্রিকেট দলের যেকোনো ম্যাচের লাইভ করে প্রথম আলো, সঙ্গে বিশ্লেষণমূলক লেখা। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেটি হচ্ছে। লাইভে প্রচুর পাঠক থাকেন আমাদের সঙ্গে, যেন প্রথম আলোর সঙ্গেই খেলা দেখছেন তাঁরা! গত জিম্বাবুয়ে সফরে টেস্ট ক্রিকেট থেকে মাহমুদউল্লাহর আকস্মিক অবসরের খবর প্রথম আলোই সবার আগে দিয়েছে। এ নিয়ে বিশ্লেষণমূলক লেখাগুলো ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে। আইপিএল খেলতে জাতীয় দল থেকে সাকিবের ছুটি নেওয়ার খবরও ‘ব্রেক’ করেছে প্রথম আলোই। টোকিও অলিম্পিক আমরা শুরুই করেছি ‘রেকর্ডে’র খবর দিয়ে। ‘সাঁতারে শুরু বিশ্ব রেকর্ড দিয়ে’ খবরটি পড়েছে ৩ লাখ ২০ হাজারের বেশি পাঠক।

ছবি: সংগৃহীত

ঘরোয়া ফুটবল ও স্থানীয় অন্যান্য খেলার খবর, মানবিক প্রতিবেদন— প্রথম আলো সব ধরনের পাঠকের কথা চিন্তা করে প্রথম আলো অনলাইন এসবও গুরুত্ব দিয়ে ছাপে। সঙ্গে ভিডিও, ছবির অ্যালবাম—এসব তো আছেই।

আধুনিক সাংবাদিকতায় ‘টি-টোয়েন্টি’র সুরটা ধরতে পেরেছেন বলেই প্রথম আলোতে চোখ না রাখলে পাঠকের জানা-বোঝার জগৎটা থেকে যায় অপূর্ণ। আর পাঠকেরাই তো আমাদের শক্তি, এগিয়ে যাওয়ার প্রেরণা। গ্যালারি থেকে হাততালি না এলে আমরাই–বা ভালো খেলব কী করে!

  • তারেক মাহমুদ: হেড অব স্পোর্টস