অবৈধ বাংলাদেশিদের বৈধ করার আশ্বাস সৌদি উপমন্ত্রীর
সৌদি আরবে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের বৈধ করার আশ্বাস দিয়েছেন ঢাকা সফররত দেশটির শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিকবিষয়ক উপমন্ত্রী আহমদ বিন ফাহাদ আল-ফুয়াদ।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার বৈঠকে সৌদি উপমন্ত্রী এ আশ্বাস দেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সৌদি আরবের অনেক অনুদান কর্মসূচি রয়েছে। ভালো ব্যাপার যে একবার কথা দিলে সৌদি আরব সেই কথাটা রাখে। ঝামেলার কিছু হয় না। তিনি বলেন, ‘আমাদের এত বেশি লোক ওখানে থাকেন। অনেকে অবৈধভাবেও থাকেন। নতুন লোক যাওয়ার চেয়েও তাঁদের বৈধকরণটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’ সৌদি উপমন্ত্রী এই অবৈধ বাংলাদেশিদের বৈধ করার পদক্ষেপ নেবেন—এমন আশ্বাস দিয়েছেন বলে জানান অর্থমন্ত্রী।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সূত্রমতে, সৌদি সরকার সুযোগ দেওয়ায় দুই বছর আগে সাত লাখ অবৈধ বাংলাদেশি বৈধ হয়েছেন দেশটিতে। ধারণা করা হয়, এখনো দেড় থেকে দুই লাখ বাংলাদেশি অবৈধ রয়ে গেছেন।
গতকাল এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ-সৌদি কমিশনের বৈঠক হয়েছে। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ইআরডি সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন। বুধবার দুই দিনের এই কমিশন বৈঠক শুরু হয়। বৈঠক শেষে বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।
এরপর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইআরডি সচিব বলেন, বৈঠকে সৌদি আরবের কাছে বস্ত্র ও তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ এবং কৃষিজাত পণ্য শুল্কমুক্তভাবে রপ্তানির সুযোগ চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের প্রস্তাবকে স্বাগত জানিয়ে সৌদি আরবও দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে রাজি হয়েছে। তিনি বলেন, ওমরাহ ভিসা আবার চালু করার প্রস্তাব দেওয়া হলে বিষয়টি ইতিবাচকভাবে দেখা হবে বলে আশ্বাস দেন সৌদি উপমন্ত্রী। আর তাঁদের জানানো হয়েছে, সৌদি আরবের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল করতে বাংলাদেশ রাজি আছে।