অবৈধভাবে ইজিবাইক বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে সিলগালা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

লাইসেন্স ছাড়াই অবৈধভাবে ইজিবাইক বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় দুটি প্রতিষ্ঠানকে সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সন্ধ্যায় সদর উপজেলার রাধিকা এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ বি এম মশিউজ্জামান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জেলা শহর ও সদর উপজেলায় লাইসেন্সবিহীন কয়েকটি প্রতিষ্ঠান বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে ইজিবাইক মজুত করে রেখেছেন বলে জানতে পারে পুলিশ। এরপরই সদর উপজেলার প্রশাসন অভিযানে নামেন। রাধিকা এলাকার দুলাল ভুইয়ার ইজিবাইক বিক্রির লাইসেন্স না থাকা সত্ত্বেও তিনি দুটি প্রতিষ্ঠানে অবৈধভাবে ইজিবাইক মজুত করে রাখেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া জানান, দুলাল ভূঁইয়ার দুটি প্রতিষ্ঠানের ইজিবাইক বিক্রির কোনো ধরনের লাইসেন্স নেই। এরপরও বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে ইজিবাইক মজুত করে রাখার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়। তিনি আরও বলেন, সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফেরানোর উদ্যেশ্যে সরকার ইতিমধ্যে আঞ্চলিক সড়ক ও মহাসড়কে ইজিবাইক, টমটম চলাচল নিষিদ্ধ করেছে। এগুলোর অনিয়ন্ত্রিত চলাচলের কারণে সড়কে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটে।