অবৈধভাবে বালু তোলায় তরুণের ৫০ হাজার টাকা জরিমানা

আইন ও বিচার
আইন ও বিচার

ফরিদপুরের আলফাডাঙ্গায় নদীর তীরে যন্ত্র বসিয়ে অবৈধভাবে বালু তোলার দায়ে এক তরুণকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত তরুণের নাম মো. মামুন হোসেন (২৫)। তিনি ফরিদপুরের সদরপুর উপজেলার দশহাজার গ্রামের বাসিন্দা।

উপজেলার বারাসিয়া নদীর পাড়ে গতকাল সোমবার সন্ধ্যায় এই অভিযান চালান আদালত। নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

নির্বাহী হাকিম মো. আসাদুজ্জামান বলেন, ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ওই তরুণকে দোষী সাব্যস্ত করে জরিমানা করা হয়।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম প্রথম আলোকে বলেন, সোমবার সন্ধ্যায় ওই তরুণ তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা দিতে না পারায় তাঁকে থানায় আটকে রাখা হয়। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানার টাকা পরিশোধ করার পর মামুন হোসেনকে ছেড়ে দেওয়া হয়।