অভিযোগ গঠনের শুনানি ১৩ অক্টোবর

ফাইল ছবি

ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় করা মামলাটি আমলে নিয়েছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। ১৩ অক্টোবর মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন। আদালত এ মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, কিশোর আলোর সম্পাদক আনিসুল হকসহ ১০ জনের জামিন মঞ্জুর করেন।

আদালতে প্রথম আলো সম্পাদকের পক্ষে ছিলেন আইনজীবী এহসানুল হক সমাজী, প্রশান্ত কুমার কর্মকার, আশরাফ-উল-আলম, চৈতন্য চন্দ্র হাওলাদার ও সুমন কুমার রায়। রাষ্ট্রপক্ষে ছিলেন তাপস কুমার পাল। বাদীপক্ষে ছিলেন আইনজীবী ওমর ফারুক।

আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার জানান, এ মামলায় প্রথম আলো সম্পাদকসহ ১০ জন জামিনে ছিলেন। গতকাল তাঁরা বিচারিক আদালতে হাজির হয়ে আবার জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে আদালত প্রত্যেকের জামিন মঞ্জুর করেন।

গত বছরের ১ নভেম্বর ঢাকা রেসিডেনসিয়াল কলেজমাঠে কিশোর আলোর বর্ষপূর্তির অনুষ্ঠান ছিল। সেদিন মাঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় নাইমুল আবরার। এ ঘটনায় নাইমুলের বাবা মজিবুর রহমান গত বছরের ৬ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে নালিশি মামলা করেন। এরপর চলতি বছরের ১৬ জানুয়ারি প্রথম আলো ও কিশোর আলো সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ।