অভ্যন্তরীণ ফ্লাইট চালু হচ্ছে
চলমান সরকারি বিধিনিষেধ শিথিল হচ্ছে আগামী বৃহস্পতিবার। বিধিনিষেধ শিথিল থাকবে ২২ জুলাই পর্যন্ত। এ সময়ে দেশের অভ্যন্তরীণ গন্তব্যগুলোতে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
আজ মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বেবিচক বলেছে, সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট যা বিধিনিষেধের কারণে বন্ধ ছিল, তা চলাচলের অনুমতি দেওয়া হলো।
বেবিচক জানিয়েছে, ২৩ জুলাই ভোর ছয়টা থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত আবার দেশের অভ্যন্তরীণ গন্তব্যগুলোতে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। তবে মেডিকেল, রিলিফ–সংক্রান্ত ফ্লাইট ওই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
এদিকে বেবিচকের ফ্লাইট চলাচলের শিথিল হওয়ার নির্দেশনায় ফ্লাইট শিডিউল ঘোষণা করেছে দেশের দুটি বেসরকারি এয়ারলাইনস কর্তৃপক্ষ। আর রাষ্ট্রীয় এয়ারলাইনস বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, বিধিনিষেধ শিথিল হওয়ায় তারাও ফ্লাইটের সময়সূচি শিগগির ঘোষণা করবে।
নভোএয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত প্রতিদিন চট্টগ্রাম, সৈয়দপুর ও যশোরে ৬টি করে ১৮টি ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া প্রতিদিন বরিশালে চারটি, সিলেটে তিনটি, রাজশাহীতে তিনটি ও কক্সবাজারে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে।
ইউএস-বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ সব গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করবে সংস্থাটি। ঢাকা থেকে চট্টগ্রামে পাঁচটি, কক্সবাজারে দুটি, সৈয়দপুরে সাতটি, যশোরে ছয়টি, সিলেট, বরিশাল ও রাজশাহীতে চারটি করে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা।
গত বছরের মার্চে দেশে করোনার সংক্রমণ শুরু হলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যে উড়োজাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছিল বেবিচক। করোনার সংক্রমণ আবার বাড়ায় চলতি বছরের ৫ এপ্রিল থেকে অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনা বন্ধ ঘোষণা করা হয়। এরপর ২১ এপ্রিল থেকে আবার অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় বেবিচক।
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে ১ জুলাই থেকে শুরু হওয়া এক সপ্তাহের কঠোর বিধিনিষেধে আবার বন্ধ হয় অভ্যন্তরীণ গন্তব্যগুলোতে ফ্লাইট চলাচল। সে বিধিনিষেধ ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। এখন বিধিনিষেধ শিথিল হওয়ায় আবার অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট চলবে ১৫ জুলাই থেকে।