আইইউবি ঘুরে গেলেন কোরিয়ান রাষ্ট্রদূত

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) ক্যাম্পাসে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূত লি জ্যাং-গুন।
ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার আন্তসাংস্কৃতিক যোগাযোগ জোরদার করতে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) ক্যাম্পাসে পরিদর্শনে যান বাংলাদেশে নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূত লি জ্যাং-গুন। ১৭ জুন তিনি এ পরিদর্শন করেন।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইইউবি জানিয়েছে, কোরিয়ান রাষ্ট্রদূত তাঁর পরিদর্শনের সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তানভীর হাসানের সঙ্গে এক বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যায়তনিক ও সাংস্কৃতিক বিনিময়ের পথ প্রসারে আইইউবিতে কোরিয়ান সাংস্কৃতিক কেন্দ্র এবং ভাষাশিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়।

আইইউবির বসুন্ধরা ক্যাম্পাস পরিদর্শনকালে রাষ্ট্রদূত লি আইইউবি কোরিয়ান ক্লাবের (কে-ক্লাব) উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন এবং ক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। উল্লেখ্য, আইইউবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের চেয়ারপারসন ও অধ্যাপক জাকির হোসেন রাজুর উদ্যোগে ২০১৬ সালে আইইউবি কে-ক্লাবের যাত্রা শুরু হয়।

আইইউবির দ্বিপক্ষীয় এই বৈঠকে উপস্থিত ছিলেন সহ–উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং অধ্যাপক জাকির হোসেন রাজু। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন তৈয়েবুর রহমান এবং মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রভাষক ও কে-ক্লাবের সমন্বয়ক রাইয়ানা রহমান।