আইডিয়ালে শেষ হলো ইংরেজি ভাষা উৎসব

আইডিয়ালে ইংরেজি ভাষা উৎসব। প্রথম আলো ফাইল ছবি
আইডিয়ালে ইংরেজি ভাষা উৎসব। প্রথম আলো ফাইল ছবি

ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধির প্রত্যয় নিয়ে শনিবার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শেষ হলো তিন দিনের ইংরেজি ভাষা উৎসব, থার্ড ন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ কার্নিভ্যাল। গত বৃহস্পতিবার শুরু হওয়া এই প্রতিযোগিতায় দেশের ২৬৭ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪ হাজার শিক্ষার্থী অংশ নেয়।

স্কুলটির ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত উৎসবের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবদুল মোনেম লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এ এস এম মহিউদ্দিন মোনেম, নাগরিক টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুন নূর তুষার, ঢাকার জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম এবং গভর্নিং বডির চেয়ারম্যান আবু হেনা মোর্শেদ।

এ এস এম মহিউদ্দিন মোনেম বলেন, ‘ইংরেজি আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যম, আমরা যদি ইংরেজি না জানি তবে যোগাযোগের ক্ষেত্রে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব না।’

আব্দুন নূর তুষার শিক্ষার্থীদের বলেন, ‘ইংরেজরা ২০০ বছর বিশ্ব শাসন করে তাদের ভাষা সর্বজনীন করে দিয়েছে, আমরাও ইংরেজি শিখব তবে সব ক্ষেত্রে উন্নতি ঘটিয়ে সারা বিশ্বের মানুষকে বাংলা শিখিয়ে দেব।’

অধ্যক্ষ শাহান আরা বেগম শিক্ষার্থী, অভিভাবকসহ অন্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনারা ছিলেন বলে এই অনুষ্ঠান সফল হয়েছে, আপনারা না থাকলে এ অনুষ্ঠান সফল হতো না।’

সমাপনী অনুষ্ঠানে উৎসবের ১৯টি প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। এই উৎসবে প্রতিযোগীদের ইংরেজিতে লেখা, পড়া, শোনা ও বলা—এ চার ক্ষেত্রেই দক্ষতার প্রমাণ দিতে হয়েছে, উৎসবটির সার্বিক সহযোগিতায় ছিল প্রথম আলো।