আইনজীবী রফিক–উল হকের অবস্থা সংকটাপন্ন

ব্যারিস্টার ​রফিক-উল হক
ফাইল ছবি

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল রফিক-উল হকের (৮৫) শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন।
অসুস্থ হয়ে গত বৃহস্পতিবার তিনি রাজধানীর আদ দ্বীন হাসপাতালে ভর্তি হন।

হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, প্রবীণ এই আইনজীবীর অবস্থার অবনতি হয়েছে। তাঁর অবস্থা সংকটাপন্ন।

আজ বুধবার রাতে হাসপাতালটির মহাপরিচালক নাহিদ ইয়াসমিন ভিডিও বার্তায় জানিয়েছেন, স্যারের (রফিক-উল হক) অবস্থা একটু জটিল। এ কারণে তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। ডা. নাহিদ বলেন, ‘স্যার এখনো বেশ কনশাস। রেসপন্স করছেন ভালো। আমরা কথা বললে স্যার ইন্টারেকশন করছেন।’

রফিক-উল হকের জন্ম ১৯৩৫ সালে। ১৯৬০ সালে তিনি আইন পেশায় আসেন। ১৯৯০ সালে তাঁকে অ্যাটর্নি জেনারেল করা হয়।