আজ বিদ্যাদেবী সরস্বতীর পূজা

পুরান ঢাকার ওয়াইজঘাটে সরস্বতী দেবীর প্রতিমা
পুরান ঢাকার ওয়াইজঘাটে সরস্বতী দেবীর প্রতিমা

আজ বৃহস্পতিবার হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতীপূজা। বিদ্যা ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। শ্বেতশুভ্রবসনা দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। তাঁকে ‘বীণাপাণি’ও বলা হয়। শুভ্র রাজহংস দেবীর বাহন। 

বরাবরই দেবীর কৃপালাভের আশায় রাজধানীসহ সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এবং ঘরে ঘরে সাড়ম্বরে এ পূজার আয়োজন করা হয়। এবারও তাই হবে। দেবীপদে অঞ্জলি দেওয়ার পাশাপাশি বিভিন্ন মণ্ডপে দেবীর সামনে শিশুদের বিদ্যাচর্চার সূচনা হবে ‘হাতেখড়ি’ দিয়ে। কোনো কোনো মণ্ডপে হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

 রাজধানীতে প্রধান আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সরস্বতীপূজা। হলের পুকুরে বরাবরের মতো এবারও বিশালাকার দেবীপ্রতিমা তৈরি করা হয়েছে। এ ছাড়া মাঠজুড়ে থাকবে বিভিন্ন বিভাগের আয়োজনে পৃথক মণ্ডপে দেবীবন্দনার পর্ব। আজ ভোর হতেই বিদ্যাদেবীর বন্দনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে জড়ো হবে হাজারো শিক্ষার্থী। ঢাকঢোলের বাদ্য, শঙ্খ ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠবে পুরো এলাকা। 

গতকাল বুধবার বিকেলে হলের মাঠজুড়ে বিশাল কর্মযজ্ঞ চলতে দেখা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আয়োজনে ৭০টি পূজামণ্ডপ তৈরি হয়েছে। নানা বর্ণিল থিম আর উপাদানে তৈরি এই মণ্ডপগুলোর কোনোটি বিভাগের শিক্ষার্থীরা নিজেরাই তৈরি করছেন, কোনো বিভাগ আবার পেশাদার কারিগর দিয়ে বানিয়েছে। মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তত্ত্বাবধানে জগন্নাথ হলের পুকুরে তৈরি হচ্ছে প্রধান মণ্ডপটি। বিপুল উদ্যমে কাজ চলছিল গতকাল বিকেলে। সরস্বতীদেবীর গড়ন ও ভূষণ আমলে নিয়ে মণ্ডপের নকশা তৈরি করা হয়েছে। বাঁশের চাটাইয়ের তৈরি রাজহাঁসের বাহনে বসবে দেবীপ্রতিমা। রাত নয়টার মধ্যেই সব কাজ শেষ হবে বলে জানান চারুকলা বিভাগের নয়ন দত্ত। 

সরস্বতীপূজা উপলক্ষে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ সবাইকে শুভেচ্ছা জানিয়েছে। এ ছাড়া ভোটের তারিখ পরিবর্তন করায় নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানানো হয়।