আব্দুল কুদ্দুস

পঞ্চগড়-১ আসনের সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ ২৭ মার্চ। এ উপলক্ষে তাঁর পঞ্চগড় জেলা শহরের বাসভবনে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ মাহফিল ও দরিদ্র লোকজনের মধ্যে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আব্দুল কুদ্দুস পঞ্চগড়ের শিক্ষা ও সমাজকল্যাণমূলক বহু প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। তিনি ১৯৮৮ সালে সাংসদ নির্বাচিত হন।