আলোকচিত্রী বিজন সরকার আর নেই

আলোকচিত্রী বিজন সরকার (৭৯) আর নেই। গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি মারা যান। বিজন সরকার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এক মাসের বেশি সময় ধরে চিকিৎসাধীন ছিলেন।গত ২০ নভেম্বর রাজধানীর বিজয়নগরে রাস্তা পার হতে গিয়ে মোটর সাইকেলের ধাক্কায় বিজন সরকার গুরুতর আহত হন। গতকাল বেলা সোয়া ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। বিজন সরকার ১৯৬২ সালে পাকিস্তান সরকারের জিওলজিক্যাল সার্ভের (ভূতাত্ত্বিক জরিপ) আলোকচিত্রী হিসেবে পেশাজীবন শুরু করেন। তিনি তৎকালীন পাকিস্তান টেলিভিশনের ক্যামেরাম্যান এবং মুক্তিযুদ্ধের পর নবগঠিত বাংলাদেশ পর্যটন করপোরেশনের প্রধান আলোকচিত্রী হিসেবে কাজ করেন। দেশের আলোকচিত্র জগতের অন্যতম পথিকৃৎ বিজন সরকার ছিলেন বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির প্রতিষ্ঠাতা সহসভাপতি। তাঁর পাওয়া পুরস্কারের মধ্যে রয়েছে জাপানের এসিসিইউ (এশিয়া-প্যাসিফিক কালচারাল সেন্টার ফর ইউনেস্কো) পুরস্কার, কমনওয়েলথ পুরস্কার, পর্যটন করপোরেশনের ‘পিএটিএ গোল্ড অ্যাওয়ার্ড’ প্রভৃতি। বিজন সরকারের জন্ম ১৯৩৩ সালের ১১ এপ্রিল গাইবান্ধা জেলায়। বিজন সরকারের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) শোক জানিয়েছে।