‘আশা’র প্রতিষ্ঠাতা সফিকুল হক চৌধুরীর ইন্তেকাল

মো. সফিকুল হক চৌধুরী
ছবি: সংগৃহীত

বেসরকারি সংস্থা ‘আশা’-এর প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মো. সফিকুল হক চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সফিকুল হক চৌধুরী।

৭২ বছর বয়সী সফিকুল হক চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।

আজ শুক্রবার সকালে ‘আশা’ সংবাদ বিবৃতি দিয়ে সফিকুল হক চৌধুরীর মৃত্যুর তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, আজ বাদ জুমা রাজধানীর শ্যামলী শিশুপল্লী জামে মসজিদে সফিকুল হক চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

সফিকুল হক চৌধুরীর জন্ম ১৯৪৯ সালে, হবিগঞ্জে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও এমএ ডিগ্রি অর্জন করেন।

সফিকুল হক চৌধুরী ১৯৭৮ সালে ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান আশা প্রতিষ্ঠাতা করেন।

তিনি আশা ইউনিভার্সিটি বাংলাদেশ, আশা ম্যাটস ও হোপ ফর দ্য পুওরেস্ট প্রতিষ্ঠা করেন। তিনি আশা ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের কৃষি, যুব ও ক্রীড়াবিষয়ক উপদেষ্টা ছিলেন।