আয়কর দিতে জব্দ ব্যাংক হিসাব থেকে টাকা তোলার অনুমতি চান এনামুল-রুপন

এনামুল হক ও রুপন ভূঁইয়া
ফাইল ছবি

আয়কর দেওয়ার অজুহাত তুলে জব্দ করা ব্যাংক হিসাব থেকে ৯ কোটি টাকা তোলার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছেন এনামুল হক ভূঁইয়া ওরফে এনু ও রুপন ভূঁইয়া।

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা ক্যাসিনো কারবারি পুরান ঢাকার এই দুই ভাই ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে বৃহস্পতিবার এ আবেদন করেন।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর। তিনি বলেন, আয়কর দেওয়ার কথা বলে জব্দ করা ব্যাংক হিসাব থেকে ৯ কোটি টাকা দেওয়ার অনুমতি চেয়ে এনামুল ও রুপন যে আবেদন করেছেন, তাতে দুদকের ঘোর আপত্তি রয়েছে। মৌখিকভাবে আদালতে তিনি এ কথা তুলে ধরেছেন। তবে লিখিতভাবে আপত্তি দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করেছেন। আদালত তা মঞ্জুর করেছেন। শিগগিরই এ বিষয়ে তিনি লিখিত আপত্তি দেবেন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ২৩ অক্টোবর এনামুল হক ও রুপন ভূঁইয়ার বিরুদ্ধে পৃথক মামলা করে দুদক। এনামুলের বিরুদ্ধে মামলার এজাহারে বলা হয়, বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে ২১ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তাঁর বৈধ কোনো আয়ের উৎস নেই। তিনি ক্যাসিনো ব্যবসাসহ অবৈধ উপায়ে আয় করা অর্থ দিয়ে প্রচুর সম্পদ অর্জন করেছেন। এসব তাঁর আয়ের সঙ্গে সংগতিপূর্ণ নয়।

আর রুপন ভূঁইয়ার বিরুদ্ধে মামলার এজাহারে বলা হয়, রুপন ভূঁইয়া অসৎ উদ্দেশ্যে বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে নামে-বেনামে ১৪ কোটি ১২ লাখ ৯৫ হাজার ৮৮২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন।