‘সুখী স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’ স্লোগান নিয়ে গতকাল বৃহস্পতিবার রংপুরে তিন দিনব্যাপী শীতকালীন আয়কর মেলা শুরু হয়েছে। রংপুর কর অঞ্চলের আয়োজনে কর ভবনে এ মেলার উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর জরিপ ও পরিদর্শন) লোকমান চৌধুরী। রংপুর কর অঞ্চলের কর কমিশনার অনিমেষ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। এ ছাড়া বক্তব্য দেন অতিরিক্ত কর কমিশনার আবদুস শহীদ কবির, রংপুর চেম্বারের সভাপতি আবুল কাশেম, ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি দীপক কুমার সাহা, সহসভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।