ইউজিসিতে তিন সদস্য ও এক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

ইউজিসি
ইউজিসি

তিনজন অধ্যাপককে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসির) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে একজন দ্বিতীয় মেয়াদে এই পদে নিয়োগ পেলেন। আজ বুধবার এসব পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

নিয়োগ পাওয়া ইউজিসির সদস্যদের মধ্যে দিল আফরোজা বেগম আগেও ইউজিসির সদস্য ছিলেন। বাকি দুজন হলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ আলমগীর এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সাজ্জাদ হোসেন। আগামী চার বছরের জন্য তাঁরা এই পদে নিয়োগ পেলেন। তবে সরকার প্রয়োজন মনে করলে এই নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেও কোনো সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে।

অন্যদিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. দিদার-উল আলম। তাঁর মেয়াদ হবে চার বছর। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকতে হবে।

নতুন উপাচার্য বিদায়ী উপাচার্য এম অহিদুজ্জামানের স্থলাভিষিক্ত হচ্ছেন। বিদায়ী উপাচার্যের আমলে বিশ্ববিদ্যালয়ে নিয়োগের অনিয়ম নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।