ইন্টারনেট-সেবা বন্ধের হুমকি কোয়াবের
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) লাইসেন্স প্রদান ও আবেদনকারী প্রতিষ্ঠানগুলোকে হয়রানি বন্ধ না করলে সারা দেশে ইন্টারনেট-সেবা বন্ধের হুমকি দিয়েছে প্রতিষ্ঠানগুলোর মালিকদের সংগঠন (সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) কোয়াব।
গত সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কোয়াবের সভাপতি এস এম জুলফিকার হায়দার এ হুমকি দেন। সংবাদ সম্মেলনে কোয়াবের সাধারণ সম্পাদক এ এম কামাল উদ্দীন আহমদ সেলিম, সিনিয়র সহসভাপতি নেয়ামুল হক খান প্রমুখ উপস্থিত ছিলেন।
কোয়াবের সভাপতি বলেন, কোয়াব দেশে প্রায় চার হাজার সাইবার ক্যাফে ও লোকাল ইন্টারনেট সংযোগকারী প্রতিষ্ঠান সাধারণ মানুষের কাছে ইন্টারনেট পৌঁছে দিচ্ছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে সরকার বিপুল পরিমাণ রাজস্বও পাচ্ছে।
জুলফিকার বলেন, বিটিআরসি কোনো কারণ না দেখিয়ে ২০১২ সালের ১৭ মার্চ থেকে লাইসেন্স দেওয়া বন্ধ করে দেয়। ঢাকায় প্রায় ২ হাজারের মধ্যে ১৭৫টি, ঢাকার বাইরে ২ হাজারের মধ্যে ৭০টি প্রতিষ্ঠানের আইএসপি লাইসেন্স রয়েছে। আরও পাঁচ শতাধিক প্রতিষ্ঠান লাইসেন্সের জন্য আবেদন করলেও বিটিআরসি অজানা কারণে লাইসেন্স দিচ্ছে না।
সংবাদ সম্মেলনে আবেদনকারী প্রতিষ্ঠানে র্যাব-পুলিশের অভিযানের নামে হয়রানি বন্ধ এবং কোয়াবের সঙ্গে আলোচনা সাপেক্ষে ইন্টারনেটের মূল্য নির্ধারণসহ সংগঠনের পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়। ২৭ অক্টোবরের মধ্যে ৬ দফা দাবি না মানলে ২৮ অক্টোবর বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ঘেরাওয়ের পাশাপাশি ইন্টারনেট-সেবা বন্ধ রাখার হুমকি দেওয়া হয়।