ইমার নতুন কমিটির অভিষেক

ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিজয়ীরা
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সব বেসরকারি টেলিভিশনের বিপণন ও বিক্রয় বিভাগ নিয়ে গঠিত সংগঠন ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন (ইমা)। সংগঠনটির নতুন কমিটির অভিষেক হয়েছে। আগামী দুই বছরের জন্য ইমার সভাপতি পদে নিউজ টোয়েন্টিফোরের বিপণন প্রধান মো. আনিসুর রহমান দায়িত্ব পালন করবেন। সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন এনটিভির গৌতম চন্দ্র দাস। দুজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।

অন্যান্য পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পান প্রার্থীরা। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন গানবাংলা টিভির সৈয়দ নাবিল আশরাফ, প্রতিনিধি পদে একাত্তর টিভির শিবলী সাদিক, আনন্দ টিভির এস বি বুলবুল, চ্যানেল আইয়ের জিয়াউর রহমান ও এটিএন নিউজের হারুনুর রশিদ নির্বাচিত হয়েছেন। গত ২৩ জানুয়ারি নির্বাচনের পর গতকাল রোববার বিজয়ীদের দায়িত্ব অর্পণ ও পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাভিশনের বিপণন প্রধান মাহমুদুল আলম খান।

সহসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহনা টিভির তসলিম চৌধুরী, ইনডিপেনডেন্ট টিভির আব্বাস উসমান রেজা, সাংগঠনিক সম্পাদক পদে বাংলাভিশনের মো. রাহাতুজ্জামান, কোষাধ্যক্ষ সম্পাদক পদে দুরন্ত টিভির রাকিবুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোহনা টিভির ইলিয়াস হোসেন, মহিলা সম্পাদক পদে এটিএন নিউজের কারিন কামাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইটিভির ফেরদৌস নাইম পরাগ, আইন সম্পাদক পদে এটিএন বাংলার আবদুল মালেক, দপ্তর সম্পাদক পদে মাছরাঙা টিভির আবদুস সামাদ।

নির্বাহী পদে একাত্তর টিভির আহমেদ মহসিন, জিটিভির দ্বীন ইসলাম, ইটিভির মোহাম্মদ আলমগীর কবির, যমুনা টিভির আল-আমিন মিঞা, চ্যানেল আইয়ের হুমায়ুন কবির, বিজয় টিভির মাহমুদুল হাছান, বাংলা টিভির মতিয়ার রহমান নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি