ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
‘শিক্ষা শুধু চাকরির জন্য নয়, শিক্ষা জীবনের জন্যও’। গতকাল মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে ইস্টার্ন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ২০১৫ সালের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক।
অনুষ্ঠানে ইস্টার্ন বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী বলেন, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি হয়েছে। আমাদের শিক্ষার্থীরা বৃত্তি নিয়ে সেসব বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ড. আবদুর রব বলেন, ‘শিক্ষার্থীদের উচ্চশিক্ষা দেওয়ার পাশাপাশি আমরা সব সময়ই তাদের সত্যিকার মানুষ হিসেবে গড়ে ওঠার প্রণোদনা দিই।’
অনুষ্ঠানে ১ হাজার ৪০০ ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া তাদের ক্রেস্ট ও নানা ধরনের উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাকির আমিন চৌধুরী, আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ফরিদ উদ্দিন আল-মামুনসহ অনেকে। বিজ্ঞপ্তি।