ঈদযাত্রায় মোটরসাইকেল ঠেকাতে ঢাকার প্রবেশমুখে বসবে পুলিশের তল্লাশি চৌকি

ডিএমপি

ঈদের আগে ও পরে সাত দিন এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চালানো যাবে না। সরকারের এই নির্দেশনা বাস্তবায়নে ঢাকার প্রবেশমুখগুলোতে তল্লাশিচৌকি বসাবে ঢাকা মহানগর পুলিশ‌ (ডিএমপি)। সোমবার রাতে ডিএমপি ট্রাফিক পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

ট্রাফিক সূত্র জানিয়েছে, সরকারি এ নির্দেশনা পালনে আগামী বৃহস্পতিবার (৭ জুলাই) থেকে রাজধানীর প্রবেশমুখে প্রতিটি মোটরসাইকেল আটকানো হবে। তবে রাজধানী থেকে আশপাশে ঢাকা জেলার অধীন কোনো গন্তব্যে চলাচলকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে যান চলাচল নিয়ে ১২ দফা নির্দেশনা দিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ। নির্দেশনাগুলো হলো: ঢাকা মহানগরীতে দূরপাল্লার ও আন্তজেলা বাস টার্মিনালের অভ্যন্তরে এবং বাইরের সড়কে বাস রেখে বা থামিয়ে যাত্রী ওঠানো যাবে না, যাত্রীরা টার্মিনালের ভেতরে থাকা অবস্থায় বাসের আসন গ্রহণ করতে পারেন, সংশ্লিষ্ট বাসের প্রতিনিধিদের বিষয়টি খেয়াল রাখতে হবে, ঢাকা মহানগরীতে আন্তজেলা ও দূরপাল্লার বাসগুলো টার্মিনালসংলগ্ন প্রধান সড়কের অংশ দখল করে দাঁড়াবে না, ভ্রমণকালে ঢাকা মহানগরের প্রবেশ ও বের হওয়ার পথের গণপরিবহনগুলো শৃঙ্খলা মেনে চলতে হবে যেন কোনো অযাচিত যানজটের সৃষ্টি না হয়, ঢাকা মহানগরী থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার যানবাহনগুলোকে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন থেকে নিবৃত্ত থাকতে হবে, আন্তজেলা পরিবহনের যাত্রীদের বা গমনপ্রত্যাশীদের প্রধান সড়কে এসে অপেক্ষা বা দাঁড়িয়ে না থেকে টার্মিনালের ভেতরে অবস্থান করতে হবে, ঢাকা মহানগরী থেকে দূরপাল্লার রুটপারমিটবিহীন বা অননুমোদিত রুটে কোনো বাস চলাচল করবে না।

এ ছাড়া করোনার ঊর্ধ্বগতি হওয়ায় পরিবহনচালক ও যাত্রীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে যাতায়াত করার অনুরোধ করা হয়।