ঈদের ছুটিতে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ঈদের ছুটিতে আগ্রহী শিক্ষার্থীদের নিজস্ব পরিবহনে বাড়িতে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঈদে বাড়ি ফিরতে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্রকল্যাণ দপ্তর।

আজ বৃহস্পতিবার এ–সংক্রান্ত একটি নোটিশ বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ঢাকায় অবস্থানরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাঁরা ঈদের ছুটিতে ঢাকা ছাড়তে ইচ্ছুক, তাঁদের নিজ হাতে প্রক্টর বা ছাত্রকল্যাণ পরিচালক বরাবর আবেদনপত্র জমা দিতে নির্দেশ দেওয়া হয়। কোনো শিক্ষার্থী সরাসরি আবেদনপত্র জমা দিতে না পারলে বিভাগীয় প্রধান বা চেয়ারম্যানের ই-মেইলে সফট কপি পাঠাতে হবে।

নোটিশে জানানো হয়েছে, আবেদনপত্র সাপ্তাহিক ছুটির দিনসহ আগামী মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত জমা দিতে পারবে। আবেদনে শিক্ষার্থী পূর্ণাঙ্গ পরিচয় (নাম, বিভাগ, বিশ্ববিদ্যালয়ের আইডি নম্বর, সেশন, সেমিস্টার, গন্তব্য জেলা) উল্লেখ করতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, করোনার সংক্রমণ রোধে সরকারি সব স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে পরবর্তী নির্দেশনা শিক্ষার্থীদের জানানো হবে।