উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে

দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান সব নদ ও নদীর পানি সমতল বাড়ছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

ফাইল ছবি

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারত আবহাওয়া অধিদপ্তরের গাণিতিক মডেলের তথ্য অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর কাছাকাছি ভারতের আসাম, মেঘালয় এবং ত্রিপুরায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে উত্তর-পূর্বাঞ্চলের প্রধান সব নদ ও নদীর পানি সমতল এই সময়ে দ্রুত বৃদ্ধি পেতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যবেক্ষণাধীন ৩৯ টি পানি সমতল স্টেশনের মধ্যে পানি বৃদ্ধি পেয়েছে ১৯টিতে, হ্রাস পেয়েছে ১৭ টিতে এবং অপরিবর্তিত রয়েছে ৩ টিতে।

সোমবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৬৩ মিলিমিটার, ডিমলায় ৩৭ মিলিমিটার, সৈয়দপুরে ২৬ মিলিমিটার, বগুড়ায় ২৩ মিলিমিটার, কুতুবদিয়ায় ২১ মিলিমিটার, যশোরে ১১ মিলিমিটার, রাজারহাটে ৯ মিলিমিটার, রংপুর ও সন্দ্বীপে ৬ মিলিমিটার।